দিল্লি, ২৯ এপ্রিল: কোভিড (COVID 19) রোগীদের মনের জোর বাড়াতে হাসপাতালের ওয়ার্ডের মধ্যেই নাচ শুরু করলেন চিকিৎসক এবং চিকিৎসা কর্মীরা। গুরমিত চাড্ডা নামে এক ব্যাক্তির তরফে সেই ভিডিয়ো (Video) শেয়ার করা হয়। গুরমিত চাড্ডার সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায় হু হু করে।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, হাসপাতালের (Hospital) মধ্যে পিপিই (PPE Suit) কিট পরে চিকিৎসক এবং চিকিৎসা কর্মীরা নাচ শুরু করেন। কোভিড রোগীরা যাতে মনের জোর না হারান, তার জন্যই নাচ শুরু করেন ওয়ার্ডের মধ্যে প্রত্যেকে। পিপিই স্যুট পরেই ওই ভাঙড়া নাচ শুরু করেন চিকিৎসক, চিকিৎসা কর্মীরা।
আরও পড়ুন: Party Drink Inside Toilet: কমোডের মধ্যে তৈরি ভয়ঙ্কর 'পার্টি ড্রিঙ্ক', ভিডিয়ো ভাইরাল অন্তর্জালে
দেখুন...
Amazing spirit. Salute Our doctors & healthcare warriors!
Brought a smile ..
PS- beautiful song as well ( fwd)@deepaksidhu pic.twitter.com/M53pPTyJqw
— Gurmeet Chadha (@connectgurmeet) April 28, 2021
সারা দেশে দাপিয়ে বেড়াচ্ছে করোনা (Corona)। মহারাষ্ট্র থেকে দিল্লি, উত্তরপ্রদেশ, গোয়া, কর্ণাটক, একের পর এক রাজ্যে সংক্রমিত এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে। ফলে মহামারীর হাত থেকে রক্ষা পেতে মানুষ কখনও রেমডিসিভিরের জন্য দৌঁড়ে বেড়াচ্ছেন আবার কখনও অক্সিজেনের (Oxygen) খোঁজে হাহাকার করছেন। সবকিছু মিলিয়ে কোভিড যে আপামর ভারতের মানুষের ঘুম কেড়ে নিয়েছে,তা স্পষ্ট।