নতুন দিল্লি, ১২ মে: “লক্ষণ রেখা” প্রসঙ্গে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজুকে একহাত নিলেন প্রাক্তন স্বরাষ্ট্র মন্ত্রী পি চিদম্বরম (P Chidambaram Slams Law Minister Kiren Rijiju)। যখন রিভিউ হওয়া না পর্যন্ত রাষ্ট্রদ্রোহ আইন স্থগিত রেখে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার এক টুইট বার্তায় চিদম্বরম বলেন, “ কোনও স্বেচ্ছাচারী লক্ষণ রেখা টানার অধিকার কেন্দ্রীয় আইনমন্ত্রীর এখতিয়ারে নেই। সংবিধানে ১৩ নম্বর অনুচ্ছেদ তাঁর পড়া উচিত। মৌলিক আধিকার লঙ্ঘন হয়, এমন কোনও আইন, আইনসভা প্রণয়ন করতে পারে না। একই সঙ্গে সংবিধির বইতেও এমন কোনও আইনের আবস্থিতি কাম্য নয়।”
পড়ুন টুইট
The Law Minister of India has no authority to draw any arbitrary Lakshman Rekha
He should read Article 13 of the Constitution
The Legislature cannot make a law, nor can a law be allowed to remain on the statute book, that violates the Fundamental Rights
— P. Chidambaram (@PChidambaram_IN) May 12, 2022
সুপ্রিম কোর্ট যে রাষ্ট্রদ্রোহ আইনকে স্থগিত রেখেছে, এই সিদ্ধান্তের প্রতি সকলের মান্যতা দেওয়া উচিত। বুধবার একথা বলেন কিরেন রিজিজু। সেই বিষয়ে মুখ খুলেই আজ আইনমন্ত্রীকে কটাক্ষ করলেন পি চিদম্বরম।