দিল্লি, ৩ জুলাই: হাথরসে (Hathras) পদপিষ্ট (Stampede) হয়ে মৃত্যুর ঘটনায় প্রাণহানির সংখ্যা ক্রমশ বাড়ছে। হাথরসে মৃত্যুর সংখ্যা এই মুহূর্তে ১২১-এ পৌঁছে গিয়েছে বলে খবর। যা নিয়ে প্রায় গোটা দেশ জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। কে এই ভোলে বাবা ওরফে নারায়ণ শঙ্কর হরি, জানেন কি?
উত্তরপ্রদেশের ইটাওয়া জেলায় জন্ম সূরজ পাল সিংয়ের। যিনি পরবর্তীকালে নারায়ণ শঙ্কর হরি অর্থাৎ ভোলে বাবা নাম নিয়ে নিজের ভক্তদের সামনে হাজির হতে শুরু করেন। জানা যাচ্ছে, ইটাওয়ার এক কৃষক পরিবারে জন্ম হয় সূরজ পাল সিংয়ের। কৃষক পরিবারে বেড়ে ওঠা সূরজ পাল সিং এরপর পুলিশ চাকরি পান। প্রায় ১৮ বছর ধরে তিনি পুলিশে চাকরি করেন। এপর ১৯৯৯ সালে সূরজ পাল সিং চাকরি থেকে ভিআরএস নেন। চাকরি থেকে স্বইচ্ছায় অবসর নিয়ে নিজের নাম পালটে ফেলেন সূরজ পাল সিং। নাম পালটে সূরজ পাল সিং হয়ে ওঠেন নারায়ণ শঙ্কর হরি। এরপর এই নারায়ণ শঙ্কর হরি-ই সষ্ঠাং চালু করে নিজেকে ভোলে বাবা হিসেবে প্রচার শুরু করেন। প্রসঙ্গত নারায়ণ শঙ্কর হরি নামে এই ব্যক্তি ভক্তদের সামনে নিজেকে গোয়েন্দা দফতরের প্রতিনিধি বলে প্রচার করতেন বলে খবর।
আরও পড়ুন: Hathras Stampede: বেড়ে চলেছে মৃত্যু মিছিল! পরিস্থিতি খতিয়ে দেখতে হাথরসে যাচ্ছেন যোগী আদিত্যনাথ
স্বঘোষিত গুরু হিসেবে নিজের প্রচারের পর কুড়ে ঘরে থেকে নারায়ণ শঙ্কর হরি ভক্তের সংখ্যা বাড়াতে শুরু করেন। উত্তরপ্রদেশের প্রায় প্রতিটি কোনায় ভোলে বাবার মতাদর্শে বিশ্বাসী মানুষ মেলে। উত্তরপ্রদেশের পাশাপাশি মধ্যপ্রদেশ এবং রাজস্থানেও স্বঘোষিত এই গুরুর বহু ভক্তের দেখা মেলে বলে খবর।
সাদা রঙের পোশাক পরা নারায়ণ শঙ্কর হরিকে প্রায় সব সময় তাঁর স্ত্রী প্রেমবতীর সঙ্গে দেখা যায়। এমনকী স্বঘোষিত এই গুরু কখনও ভক্তদের কাছ কেকে নিজের জন্য অর্থ নিতেন না বলে দাবি। যে অর্থ আসত, তা ভক্তদের মধ্যে বিলি করতেন বলে দাবি সষ্ঠাংয়ের।