দিল্লি, ৪ জুলাই: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) হাথরসে (Hathras) যে ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়, তা নিয়ে গোটা দেশ জুড়ে চর্চা শুরু হয়েছে। হাথরসে পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে রায়বেরিলির কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী যেতে পারেন। হাথরসে যাওয়ার পরিকল্পনা রাহুল গান্ধী (Rahul Gandhi) করছেন বলে বৃহস্পতিবার জানান কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল।
কংগ্রেস সূত্রে খবর, হাথরসে যে ঘটনা ঘটে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ফলে সংসদে বিরোধী দলনেতা রাহুল গান্ধী হাথরসে যাওয়ার পরিকল্পনা করছেন বলে বেণুগোপাল জানান। রাহুল হাথরসে গিয়ে সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখবেন এবং মানুষের সঙ্গে কথা বলবেন বলেও কংগ্রেস সূত্রে জানানো হয়।
হাথরসে যা ঘটেছে, তারপর তদন্তের জন্য যে কমিটি গঠন করা হয়েছে, তা মানুষের চোখে ধুলো দেওয়ার জন্য। এমনই অভিযোগ করেন আরজেডি নেতা মনোজ ঝা। এই ধরনের ঘটনার জন্য কতগুলি কমিটি গঠন করা হবে বলে প্রশ্ন তোলেন তিনি। দুর্ঘটনার পর ২ দিন কেটেছে। তারপরও বিষয়টি নিয়ে কোনও আলোচনা করা হচ্ছে না বলেও অভিযোগ তোলেন আরজেডি নেতা। স্থানীয় প্রশাসন কি কত ভিড় হবে সে বিষয়ে জানত না বলেও মনোজ ঝা প্রশ্ন তোলেন। পাশাপাশি তদন্ত কমিটি গঠন মানুষের চোখে ধুলো দিতে বলেও তোপ দাগেন মনোজ ঝা।
প্রসঙ্গত বুঝবার হাথরসে পরিস্থিতি খতিয়ে দেখেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সৎসঙ্গে যে দুর্ঘটনায় ২১২ জবের মৃত্যু হয়, তা খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্ত হবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।