দিল্লি, ৩ জুলাই: হাথরসে (Hathras) সৎসঙ্গের প্রচারক স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবার (Bhole Baba) অনুষ্ঠানে ১২১ জনের পদপিষ্ট হয়ে মৃত্যুর গটনায় চাঞ্চল্য ছড়াতে শুরু করেছে। সৎসঙ্গ প্রচারক ভোলে বাবার বিরুদ্ধে বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ রয়েছে বলে খবর। উত্তরপ্রদেশের আগ্রা, ইটাওয়া, কাসগঞ্জ, ফারুকাবাদ এবং রাজস্থান সহ বিভিন্ন জায়গায় ভোলে বাবার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা রয়েছে। তা সত্ত্বেও, ভোলে বাবার আধ্যাত্মিক জ্ঞান এবং আশীর্বাদের প্রতিশ্রুতিতে আকৃষ্ট হয়েবহু মানুষ তাকে অনুসরণে ব্যস্ত।
উত্তরপ্রদেশের ইটাওয়া জেলায় জন্ম সূরজ পাল সিংয়ের। যিনি পরবর্তীকালে নারায়ণ শঙ্কর হরি অর্থাৎ ভোলে বাবা নাম নিয়ে নিজের ভক্তদের সামনে হাজির হতে শুরু করেন। জানা যাচ্ছে, ইটাওয়ার এক কৃষক পরিবারে জন্ম হয় সূরজ পাল সিংয়ের। কৃষক পরিবারে বেড়ে ওঠা সূরজ পাল সিং এরপর পুলিশ চাকরি পান। প্রায় ১৮ বছর ধরে তিনি পুলিশে চাকরি করেন।
এপর ১৯৯৯ সালে সূরজ পাল সিং চাকরি থেকে ভিআরএস নেন। চাকরি থেকে স্বইচ্ছায় অবসর নিয়ে নিজের নাম পালটে ফেলেন সূরজ পাল সিং। নাম পালটে সূরজ পাল সিং হয়ে ওঠেন নারায়ণ শঙ্কর হরি। এরপর এই নারায়ণ শঙ্কর হরি-ই সষ্ঠাং চালু করে নিজেকে ভোলে বাবা হিসেবে প্রচার শুরু করেন। প্রসঙ্গত নারায়ণ শঙ্কর হরি নামে এই ব্যক্তি ভক্তদের সামনে নিজেকে গোয়েন্দা দফতরের প্রতিনিধি বলে প্রচার করতেন বলে খবর।