নয়াদিল্লিঃ গত মঙ্গলবার, উত্তরপ্রদেশের হাথরসে (Hathras) 'ভোলে বাবা' ওরফে সুরজপাল সিং (Surajpal Singh)-এর ধর্মীয় সমাবেশে পদপিষ্ট হয়ে ১২১ জনের মৃত্যু ঘটে। এক নিমেষে সৎসঙ্গের ময়দান পরিণত হয় মৃত্যুপুরীতে। এই ঘটনার তদন্তে জন্য গঠন করা হয়েছিল বিশেষ তদন্তকারী দল সিট (SIT)। পাঁচদিন টানা তদন্তের পর মঙ্গলবার ঘটনার তদন্তে ৮৫০ পাতার রিপোর্ট (Report) জমা দিয়েছে এই দল। সূত্রের খবর, এই রিপোর্টে ঘটনার দিন অনিয়মের কথা উল্লেখ রয়েছে। এরপরই দায়িত্ব পালনে অবহেলার জন্য পুলিশের (Police) কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ জানায় তদন্তকারী দল। রিপোর্টের ভিত্তিতে এসডিএম, সিও, ইন্সপেক্টর সহ ছয় অফিসারকে বরখাস্ত করা হয়েছে। প্রসঙ্গত, এই ঘটনার তদন্তে নেমে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে তদন্তকারী দলের হাতে। প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে তদন্তকারীদের রিপোর্টে উল্লেখ করা হয়, এই ঘটনার নেপথ্যে একাধিক কারণ থাকলেও, বিপুল জনসমাগম, ভিড়ই তার মূল কারণ। ৮০ হাজার মানুষের আমন্ত্রণের অনুমতি থাকলেও, তার প্রায় কয়েকগুন ছাপিয়ে প্রায় আড়াই লক্ষ জনসমাগম হয়। গোটা ঘটনায় আয়োজকদের অবস্থান নিয়েও প্রশ্ন উঠেছে বারেবারে। প্রসঙ্গত, পাঁচতারা আশ্রম থেকে শুরু করে বিঘার পর বিঘা জমি, বিলাসবহুল গাড়ি কী নেই তাঁর। শুধু তাই নয়, ভিনদেশেও এই স্বঘোষিত 'ভোলে বাবা'-এর সম্পত্তির খোঁজ পেয়েছেন গোয়েন্দারা। এই ঘটনার পর গা ঢাকা দিয়েছেন তিনি। তাঁকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ।
Hathras Stampede: 6 officials including SDM, CO suspended for negligence in duties
Read @ANI Story | https://t.co/aYnmxfkZQg#Hathras #UttarPradesh #Stampede #OfficialsSuspended pic.twitter.com/w2isTm7ajH
— ANI Digital (@ani_digital) July 9, 2024