দিল্লি, ১৭ ফেব্রুয়ারি: হরিয়ানার ভিওয়ানিতে দুই মুসলিম তরুণের মৃত্যুর ঘটনায় উত্তাপ বাড়ছে। ভিওয়ানির ঘটনায় যখন উত্তাপ বাড়ছে, সেই সময় বজরং দলের বিরুদ্ধে অভিযোগ ওঠে। বজরং দল এবং হরিয়ানার গোরক্ষকদের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠতে শুরু করলে, মুখ খোলেন মনু মানেসর। বজরং দলের সদস্য মনু মানেসর বলেন, তিনি বা তাঁদের সংগঠন এ বিষয়ে কিছু জানেন না। শুধু তাই নয়, যখন এই ঘটনা ঘটে, তখন তিনি গুরুগ্রামে ছিলেন। তার ফুটেজও রয়েছে। জুনেদ এবং নাসিরের সঙ্গে কী হয়েছে, তা তিনি জানেন না। অভিযুক্তদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করা হোক বলে দাবি করেন মনু মানেসর। পাশাপাশি তিনি আরও বলেন, তাঁকে এবং তাঁর সংগঠনকে ফাঁসানোর চক্রান্ত চলছে। তাঁদের সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় যা ছড়াচ্ছে, তা সম্পূর্ণ ভুল বলেও দাবি করেন মনু মানেসর নামে ওই ব্যক্তি।
My team & I have nothing to do with this incident. Police must probe to find the real culprits. Our organization should not be defamed by dragging it into this. Whatever claims being spread on social media are absolutely wrong: Monu Manesar, Bajrang Dal on Bhiwani murders https://t.co/bLQUprJ7kf pic.twitter.com/RI0E9uoWQz
— ANI (@ANI) February 17, 2023
আরও পড়ুন: Haryana: হরিয়ানায় ২ যুবকের দগ্ধ দেহ উদ্ধার, 'সংখ্যালঘুদের উপর পরিকল্পিত হামলা', তোপ ওবেইসির
হরিয়ানা (Haryana) দুই মুসলিম যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াতে শুরু করেছে। জুনেদ এবং নাসির নামে রাজস্থানের দুই তরুণের দগ্ধ দেহ হরিয়ানার ভিওয়ানি থেকে উদ্ধারের পর তা নিয়ে তোপ দাগেন মিম প্রধান আসাদউদ্দিন ওবেইসি। জুনেদ এবং নাসিরের মৃত্যুর তীব্র প্রতিবাদ করেন ওবেইসি। হরিয়ানার বিজেপি সরকারের বিরুদ্ধে যেমন তোপ দাগেন ওবেইসি, তেমনি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এর উত্তর দেবেন কি না বলেও প্রশ্ন তোলেন মিম প্রধান। এই ঘটনার জন্য গোরক্ষকরা দায়ি বলে অভিযোগ করেন ওবেইসি (Asaduddin Owaisi)।