Rahul Gandhi On Vote (Photo Credit: X)

দিল্লি, ৫ নভেম্বর: ২০২৪ সালে হরিয়ানায় (Haryana Polls) কংগ্রেস সরকারকে সরিয়ে মসনদ দখল করেছে বিজেপি (BJP)। হরিয়ানা বিধানসভা নির্বাচন শেষ হলে, বিহারের  (Bihar Assembly Election) ভোটের  আগেও যে সেই রেশ অব্যাহত, তা তুলে ধরলেন রাহুল গান্ধী। কংগ্রেস সাংসদ এক ব্রাজ়িলিয়ান (Brazilian Model) মডেল (ম্যাথিউস ফরেরো) এর ছবি দেখান।

যে ছবি দেখিয়ে রাহুল প্রশ্ন তোলেন, এই মহিলা কে, কী তাঁর পরিচয়। এই  মহিলা ২২বার ভোট দিয়েছেন বিভিন্ন নামে। ১০টি পৃথক বুথ থেকে এই মহিলা ভোট দিয়েছেন কখনও সীমা, সুইটি, সরস্বতী হয়ে। আবার কখনও ভোটার তালিকায় তাঁর নাম ছিল রশমী বা ভিলমা। তাহলে আদতে এইমহিলা কে বলে প্রশ্ন তোলেন রাহুল গান্ধী।

ভুয়ো ভোটার নিয়ে যে শোরগোল শুরু হয়েছে দেশ জুড়ে, তার মাঝেইএবার রাহুল গান্ধীর দাবি যে আগুনে ঘৃতাহুতি দেবে, তা বলার অপেক্ষা রাখে না।

হরিয়ানার ভোটার তালিকায় ২২বার হাজির হয়েছেন এই ব্রাজ়িলিয়ান মডেল। এবার তিনি ১০টি পৃথক বুথ থেকে নানা নাম  নিয়ে কীভাবে ভোট দিলেন, সে বিষয়ে প্রশ্ন তোলেন কংগ্রেস নেতা।

রাহুল গান্ধী কী অভিযোগ করলেন দেখুন...

 

'দ্য এইচ ফাইলস' প্রকাশ করে রাহুল গান্ধী অভিযোগ করেন, বিজেপির হয়ে কাজ করছে নির্বাচন কমিশন এবং ভোট চুরির পালা চলছে বলে অভিযোগ করেন কংগ্রেস নেতা।

দেশের জেন জ়ি তথা যুব সমাজ এই ভুয়ো ভোটারের বিষয়টি ভালভাবে বুঝুন। এটি আপনাদের ভবিষ্যতের বিষয়। তাই ভুয়ো ভোটারের বিষয়টি কেউ হালকাভাবে নেবেন না বলেে আবেদন করেন কংগ্রেস সাংসদ।