Photo Credits: ANI

গুরুগ্রাম: গুরুগ্রামে (Gurugram) দায়ের হওয়া একটি খুনের চেষ্টার মামলায় (attempt to murder case) ধৃত বিতর্কিত গোরক্ষক (cow vigilante) মোহিত যাদব (Mohit Yadav) ওরফে মনু মানেসরকে (Monu Manesar) চারদিনের জন্য হরিয়ানা পুলিশের (Haryana police) হেফাজতে পাঠানোর নির্দেশ দিল আদালত। শনিবার একথাই জানা গেল একজন সিনিয়র পুলিশ আধিকারিক।

গত ফেব্রুয়ারি মাসে মনু মানেসরের নামে পাতৌদি পুলিশ স্টেশনে ভারতীয় দণ্ডবিধির ১৪৭, ১৪৮, ১৪৯, ১২০ বি, ৩০৭ এবং ২০১ ধারায় আলাদা একটি মামলা দায়ের করেছে গুরুগ্রাম পুলিশ। শনিবার রাজস্থানের (Rajasthan) আজমের জেলে (Ajmer jail) বন্দি থাকা মনু মানেসরকে পাতৌদিতে (Pataudi) দায়ের হওয়া খুনের চেষ্টার মামলায় জারি হওয়া প্রোডাকশন ওয়ারেন্টের (production warrant) ভিত্তিতে শনিবার আদালতে তোলে।

সেপ্টেম্বরের ১১ তারিখ নুহ হিংসার (Nuh violence) ঘটনায় জড়িত থাকার অভিযোগে মনু মানেসরকে গ্রেফতার করে গুরুগ্রাম পুলিশ। পরে এই মামলায় তাঁকে নুহ আদালতে তোলা হলে দুই মুসলিম ব্যক্তি নাসির ও জুনায়েদকে খুনের অভিযোগে রাজস্থান পুলিস (Rajasthan Police) তাকে প্রোডাকশন রিমান্ডে নিজেদের রাজ্যে নিয়ে যায়। তারপর থেকে রাজস্থানের ভারতপুর জেলে (Bharatpur jail) বন্দি রয়েছে সে।

পাতৌদি আদালত সেপ্টেম্বরের ২৫ তারিখ ভারতপুর জেলার সুপারকে মনু মানেসরকে আদালতে হাজির করার নির্দেশ দেয়। কিন্তু, যখন আদালতের এই ওয়ারেন্ট পুলিশ সুপারের কাছে পৌঁছয় ততক্ষণ মনুকে ভারতপুর থেকে আজমের জেলে স্থানান্তরিত করা হয়ে গেছিল। আরও পড়ুন: JDS: কর্ণাটকে বিজেপির সঙ্গে, কেরলে বামেদের সঙ্গে জোট দেবেগৌড়ার দলের