দিল্লি, ২৫ সেপ্টেম্বর: হরিয়ানায় (Haryana Assembly Election 2024) বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। হরিয়ানায় প্রচার শুরু করেছে সবকটি রাজনৈতিক দল। কংগ্রেস (Congress) থেকে বিজেপি (BJP) কিংবা আপ, প্রত্যেকটি রাজনৈতিক দল একে অপরের বিরুদ্ধে আক্রমণ শানাতে শুরু করেছে। হরিয়ানায় বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। প্রধানমন্ত্রীর অভিযোগ, 'ভারতে দুর্নীতির মাথা হল কংগ্রেস'।
আরও পড়ুন: Haryana Assembly Election 2024: 'আমার সততায় আঘাত করতে চাইছে বিজেপি', বললেন কেজরিওয়াল
কংগ্রেস দলিত সম্প্রদায়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সেই সঙ্গে দলিত সম্প্রদায়ের বিরোধিতায় কংগ্রেস মত্ত বলেও সোনিপথ থেকে হাত শিবিরের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন প্রধানমন্ত্রী। কংগ্রেসকে দলিত-বিরোধী দল বলেও নির্বাচনী প্রচার থেকে প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ করতে দেখা যায়।