দিল্লি, ২৫ সেপ্টেম্বর: হরিয়ানায় (Haryana) বিধানসভা নির্বাচন সামনে। হরিয়ানায় বিধানসভা নির্বাচনের আগে সেখানে প্রচারে গেলেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। হরিয়ানায় নির্বাচনী প্রচারে হাজির হয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন আপ প্রধান। নরেন্দ্র মোদীকে আক্রমণ করে আপ প্রধান বলেন, বিজেপি মনে করছে, অরবিন্দ কেজরিওয়াল অনেক কাজ করছেন। এবার তাঁকে থামাতে হবে। এরপরই আপ নেতাকে গ্রেফতার করা হয়। কেজরিওয়ালের সততার উপর বিজেপি আক্রমণ করতে চাইছে বলেও তোপ দাগেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। মিথ্যে অপবাদ দিয়ে বিজেপি তাঁকে দুর্নীতিগ্রস্থ বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন কেজরিওয়াল।
দুর্নীতিবাজের পাশাপাশি বিজেপি তাঁকে চোর বলেও দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে বলেও গেরুয়া শিবিরের বিরুদ্ধে অভিযোগে সরব হন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। বিজেপি যেভাবে তাঁর বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছে, তা দিল্লির মানুষও কোনওভাবে বিশ্বাস করছেন না। কিন্তু নিজেকে তিনি নির্দোষ প্রমাণ করতে চান। সেই কারণে দিল্লি থেকে মুখ্যমন্ত্রীত্বের পদে ইস্তফা দিয়েছেন বলেও মন্তব্য করেন অরবিন্দ কেজরিওয়াল।