Mallikarjun Kharge (Photo Credits: ANI)

অক্টোবরের শুরুতেই হরিয়ানা রাজ্যের বিধানসভা নির্বাচন। ৫ অক্টোবর এক দফাতেই নির্বাচন হওয়ার পর ৮ অক্টোবর তাঁর ফলাফল প্রকাশ। হরিয়ানা বিধানসভা নির্বাচন এর প্রাক্কালে আজ সাংবাদিক সম্মেলনে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে হরিয়ানার জনগণের উদ্দেশ্যে বলেন, "আমরা ৭টি গ্যারান্টি ঘোষণা করে জানাচ্ছি যা আমরা হরিয়ানায় সরকার গঠন করার পরে পূরণ করব। আমরা আমাদের ৭টি প্রতিশ্রুতিকে ৭টি বিভাগে ভাগ করেছি। মহিলাদের প্রতি মাসে ২০০০  টাকা দেওয়া হবে।এবং গ্যাস সিলিন্ডারের জন্য আমরা প্রতি মাসে ৫০০ টাকা দেব। এছাড়া বয়স্কদের জন্য পেনশন, বিশেষ প্রতিবন্ধীদের জন্য পেনশন এবং পুরাতন পেনশন স্কিম অনুযায়ী বিধবাদের পেনশন পুঙ্খানুপুঙ্খভাবে কার্যকর করা হবে এবং প্রতিটি বিভাগেই পেনশনের টাকা হিসাবে ৬০০০ টাকা করে পাবে। এবং আমরা যুবকদের জন্য ২ লাখ স্থায়ী চাকরির বন্দোবস্ত করব"

এছাড়া সাংবাদিক সম্মেলনে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে বলেন, "প্রতিটি পরিবারকে  বিনামূল্যে ৩০০ ইউনিট বিদ্যুৎ এবং ২৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পরিষেবা  দেওয়া হবে। এছাড়া প্রতিটা দরিদ্র পরিবারের  প্রত্যেককে ১০০  বর্গফুট  গজ প্লট দেওয়া হবে এবং নির্মাণ খরচ হিসাবে ৩.৫ লক্ষ টাকাও দেওয়া হবে .. আমরা রাজ্যের কৃষকদের এমএসপি গ্যারান্টি দিচ্ছি... আমরা জাতিশুমারিও করব..."