Nuh (Photo Credit: ANI/Twitter)

হরিয়ানার নুহতে হওয়া চলতি হিংসার ঘটনায় এমনিতেই বন্ধ করা হয়েছিল ইন্টারনেট পরিষেবা। এবার সেই ইন্টারনেট পরিষেবা বন্ধের সময়কাল বাড়ানো হল। নতুন জারি করা নির্দেশিকাতে এবার ৮ অগাস্ট পর্ষন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাম্প্রদায়িক সংঘর্ষকে কেন্দ্র করে হরিয়ানাতে( Hariyana) বেশ কিছুদিন আগেই ছড়িয়ে পড়ে হিংসার ঘটনা।দুপক্ষের মধ্যে চলে হাতাহাতি। ইট পাথরও ছোঁড়া হয়।পুলিশ কর্মী সহ নিহত হন বেশ কয়েকজন।হরিয়ানার নুহতে হওয়া এই ঘটনাকে পরিকল্পনামাফিক বলে দাবি করেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর।

বজরং দলের একটি শোভাযাত্রাকে কেন্দ্র করে হিংসার সূত্রপাত হয়। উক্ত শোভাযাত্রায় একজনের উপস্থিত থাকার কথা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় পরিস্থিতি আরও বিগড়ে যায়।

হিংসার কিছুদিন পরেই নুহ এলাকায় ২.৫ একর জায়গার মধ্যে অবস্থিত অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হয়।বস্তি এলাকার এই বাড়িঘরগুলিকে।