Next Vice President: জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) ইস্তফার পর দেশের রাজনৈতিক মহলে ঝড় বয়ে যাচ্ছে। ধনখড় কেন আচমকা সরে দাঁড়ালেন, পাশাপাশি তাঁর জায়গায় কে বসবেন তা নিয়েও বিস্তর জল্পনা চলছে। দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি হিসেবে বেশ কয়েকটি নাম ভাসছে। তাদের মধ্যে আছেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং (Harivansh Narayan Singh)। সংবিধান অনুযায়ী, দেশের উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যানের দায়িত্ব পালন করে থাকেন। কিন্তু উপরাষ্ট্রপতি বা চেয়ারম্যান অনুপস্থিত থাকলে বা পদ খালি থাকলে ডেপুটি চেয়ারম্যান রাজ্যসভার (Deputy Chairman of the Rajya Sabha) বৈঠকে সভাপতিত্ব করেন। তাই জগদীপ ধনখড়ের পদত্যাগের পর রাজ্যসভায় তাঁর দায়িত্ব পালন করতে চলেছেন হরিবংশ সিং। তিনি একটা সময় দেশের জনপ্রিয় সাংবাদিক ছিলেন। বিহারের লালুপ্রসাদ যাদবের বিরুদ্ধে পশুখাদ্য কেলেঙ্কারি তিনি সংবাদমাধ্যমে তুলে ধরেছিলেন।
রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন হরিবংশ সিং
এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং। তাঁকে পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। জোর জল্পনা, উপরাষ্ট্রপতি নির্বাচনে বিহারের রাজ্যসভার সাংসদ রাঁচির বাসিন্দা হরিবংশ সিংকেই প্রার্থী করবে এনডিএ। সেক্ষেত্রে দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হবেন হরিবংশ নারায়ণ সিং। আরও পড়ুন-ইস্তফার পিছনে কি বড় রহস্য! উপরাষ্ট্রপতি পদে ধনখড়ের সরে দাঁড়ানোর পর যেসব প্রশ্ন উঠছে
দেখুন ছবিতে
Harivansh, Deputy Chairman of Rajya Sabha, called on President Droupadi Murmu at Rashtrapati Bhavan.
(Pic: President of India/X) pic.twitter.com/LZuw9vgqfS
— ANI (@ANI) July 22, 2025