বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর: হিমালয়ের পার্বত্য অঞ্চলে তাদের তৈরি দেশীয় প্রযুক্তির লাইট ইউটিলিটি হেলিকপ্টারের (LUH) ট্রায়াল দিল হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড (Hindustan Aeronautics Limited)। হিমালয়ে (Himalayas) অন্তত ১০ দিনের জন্য উষ্ণ এবং উচ্চ আবহাওয়ার পরিস্থিতিতে তার দক্ষতা প্রদর্শন করেছে হেলিকপ্টার। হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড জানিয়েছে, সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ হাাডার ৩০০ মিটার উচ্চতায় লেহতে পরীক্ষামূলক পরিকল্পনা কার্যকর করা হয়েছে।
বুধবার হেলিকপ্টারটি লেহ থেকে যাত্রা শুরু করে এবং দৌলত বেগ ওল্ডি (DBO) অ্যাডভান্সড ল্যান্ডিং গ্রাউন্ডে উষ্ণ ও উচ্চতর আবহাওয়াতে তার দক্ষতা প্রদর্শন করেছে। হেলিকপ্টারটি সিয়াচেন হিমবাহ এলাকায় উচ্চ উচ্চতাতেও তার পেলোড সক্ষমতাও প্রদর্শন করেছে। পরীক্ষাগুলির সময় পাইলটরা হেলিকপ্টারটি অমর ও সোনমের সর্বোচ্চ হেলিপ্যাডে নামিয়েছিলেন বলে জানানো হয়েছে বিবৃতিতে। তাতে বলা হয়েছে, "এইচএএল আবারও নকশা ও ডেভেলপমেন্টে তার সক্ষমতা প্রমাণ করেছে।" হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেডের সিএমডি আর মাধবন জানিয়েছেন, এই হেলিপ্টারের একটি সংস্করণ তৈরি করা হয়েছে সেনাবাহিনীর ব্যবহার জন্য। প্রাথমিক অপারেশনাল ক্লিয়ারেন্সের জন্যও হেলিকপ্টার প্রস্তুত। আরও পড়ুন: COVID-19 Vaccine Update: এবার ভারতে শুরু রাশিয়ার করোনা ভ্যাকসিন স্পুটনিক ভি-এর পরীক্ষামূলক প্রয়োগ
HAL’s Indigenous LUH Completes Hot and High Altitude Trials in Himalayas @drajaykumar_ias @SpokespersonMoD @DefProdnIndia @PTI_News @gopalsutar @ians_india @ANI pic.twitter.com/s0p6hRhZd6
— HAL (@HALHQBLR) September 9, 2020
হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেডের অন্যতম ডিরেক্টর অরূপ চ্যাটার্জি বলেন, হেলিকপ্টার এবং এর সিস্টেমগুলির কার্যকারিতা ব্যবহারকারীদের প্রয়োজনীয়তা মেটাবে। সমস্ত পরিকল্পিত পরীক্ষা সফলভাবে করা হয়েছে।