জি ২০ আসরের জন্য সেজে উঠেছে দিল্লি। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে দিল্লির আনাচে কানাচে। অতিথিদের থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে একের পর এক হোটেল।জেরে পরপরই কোরিয়া দূতাবাসে থাকা ৭ জন প্রতিনিধিদের তড়িঘড়ি সরিয়ে নিয়ে আসা হয়।
দমকলকে খবর দেওয়ার পর সেখানে ২ টি দমকলের টিম উপস্থিত হয়। এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নেভানো হয় বলে জানা গেছে। এসির থেকে শর্ট সার্কিটের কারমে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
কয়েক লক্ষ টাকার উপকরন আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে। একটি প্লাটপর্ণ ভেহিকেলের মাধ্যমে কোরিয়ান দূতাবাসের প্রতিনিধিদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসা হয যাদের মধ্যে পাঁচজন মহিলা ও ১ জন শিশু রয়েছেন।
Seven persons from the Korean embassy, who were staying in a flat were rescued safely, after a fire broke out at the flat of the Haryana Janpratinidhi (MLA) apartment in #Gurugram's Sector- 28, fire officials said.
The fire was caused by an electrical short circuit in the AC,… pic.twitter.com/TdsFCc7PIR
— IANS (@ians_india) September 8, 2023