রাঁচি, ৩ ডিসেম্বর: মাওবাদী এবং নিরাপত্তারক্ষীর মধ্যে গুলির লড়াইয়ে উত্তপ্ত পালামৌ (Palamu)। বৃহস্পতিবার সকাল থেকে আচমকাই শুরু হয় ঝাড়খণ্ডে (Jharkhand) গুলির লড়াই। ঝাড়খণ্ড পুলিশ এবং সিআরপিএফ জওয়ানদের যৌথ অভিযানে এলাকা থেকে মাওবাদীদের নিকেশ করে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একাধিক অস্ত্রশস্ত্র। পড়ুন: COVID-19 Vaccines: ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির শুরুতেই জরুরি ভিত্তিতে দেশে ভ্যাক্সিন প্রয়োগের সম্ভাবনা
গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে মাওবাদীদের উপর হামলা চালায়। গুলির লড়াইয়ের পর গোটা এলাকা ঘিরে নেয় নিরাপত্তারক্ষীরা। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একে ৪৭ রাইফেল, তিনটে রাইফেল এবং বেশ কিছু রাইফেল। এছাড়াও উদ্ধার হয়েছে ওয়ান বোল্ট অ্যাকশন রাইফেল, একটি ৯এমএম পিস্তল, দেশী পদ্ধতিতে তৈরি পিস্তল এবং দু'টি ওয়ারলেস সেট।
ঘড়ির কাঁটায় সকাল ৯.৩০টায় শুরু হয় লড়াই। সিআরপিএফের ১৩৪ ব্যাটালিয়ন পৌঁছয় ঘটনাস্থলে। ঝাড়খণ্ড পুলিশ এবং সিআরপিএফ যৌথভাবে এই অভিযান চালায়। ঝাড়খণ্ডের সালানদির জঙ্গলে ১২ জন মাওবাদীর উপস্থিতির খবর পেয়েই দ্রুত অভিযান শুরু হয়।