গুজরাটের মোরবি জেলায় নদীর ওপর ঝুলন্ত সেতু ভাঙা কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১৪১ জন। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ গুজরাতের মোরবী জেলার মাচ্ছু নদীর উপর ওই ঝুলন্ত সেতুটি ভেঙে পড়ে। এই সেতুটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এজেন্সির বিরুদ্ধে দায়ের করা হল এফআইআর। গুজরাট পুলিশ এই এজেন্সির বিরুদ্ধে 'অপরাধমূলক হত্যা'-র দায়ে FIR দায়ের করল। গতকাল, সেতু বিপর্যয়ের তদন্তে গড়া হয়েছে পাঁচ সদস্যের বিশেষ তদন্তকারী দল (সিট)।
দেখুন ভিডিও
Here is the authentic CCTV footage of the Morbi bridge collapse: NOT the old videos that are being made viral to blame the public. Yes, bridge is crowded but to blame crowds would be to shun responsibility for multiple level failures of those involved in ensuring safety. pic.twitter.com/6wVA0xddXl
— Rajdeep Sardesai (@sardesairajdeep) October 31, 2022
এই দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আমার হৃদয়ে অসহ্য যন্ত্রণা হচ্ছে। তবে কর্তব্যের পথে এগিয়ে চলতে হবে। দুর্ঘটনায় মৃতদের পরিবারবর্গের পাশে আছি। গুজরাট সরকার দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিবারের পাশে আছে।" ঝুলন্ত এই সেতুতে একসঙ্গে পাঁচশো জন উঠে পড়ার জেরেই এই বিপর্যয় ঘটেছে। মাত্র দিন ছয়েক আগেই ১০০ বছরের এই পুরনো ঝুলন্ত ব্রিজটিকে সংস্কারের পর সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছিল।
দেখুন ছবিতে
Morbi tragedy: Gujarat Police FIR books bridge maintenance agency for 'culpable homicide'
Read @ANI Story | https://t.co/HCMopeSx56#Morbi #Gujarat #MorbiBridgeCollapse #MorbiBridge pic.twitter.com/Bny9ZhuddC
— ANI Digital (@ani_digital) October 31, 2022
সেতু ভেঙে মাচ্ছু নদীতে পড়ে গিয়ে গুরুতর আহত অবস্থাতেই সাঁতরে ডাঙায় ওঠার চেষ্টা করছেন অনেকে। কিছু মানুষকে ভাঙা সেতুর রেলিং ধরে প্রাণ বাঁচানোর চেষ্টা করতেও দেখা যায়। আবার অনেকেই জলের তোড়ে ভেসে গিয়েছেন। সেতুর উপরে যাঁরা ছিলেন, তাঁদের অধিকাংশই পর্যটক।