গুজরাট হাইকোর্টের (Gujarat High Court) ভার্চুয়াল শুনানির সময় এক ব্যক্তিকে শৌচালয়ে বসে শৌচ কর্ম করতে দেখা গিয়েছে। হাইকোর্টের ভার্চুয়াল কার্যক্রমের সেই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। বার অ্যান্ড বেঞ্চের তরফে শেয়ার করা হয়েছে সেই ভিডিও।
আরও পড়ুনঃ শুরু হচ্ছে বছরের সবচেয়ে বড় সেল, অ্যামাজন প্রাইম ডে-তে মিলবে ৮০% পর্যন্ত ছাড়
জানা যাচ্ছে, ঘটনটি গত ২০ জুন বিচারপতি নিরজার এস দেশাইয়ের বেঞ্চে ভার্চুয়াল শুনানি চলাকালীন ঘটেছে। শৌচালয়ে (Toilet) বসে মলত্যাগ করতে করতে হাইকোর্টের ভার্চুয়াল শুনানিতে অংশ নেওয়ার অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে। মলত্যাগ থেকে শৌচ কর্ম যুবকের গোটা কীর্তিই ধরা পড়েছে আদালতের ক্যামেরায়। আদালতের রেকর্ড অনুসারে, 'সামাদ ব্যাটারি' নামে লগ ইন করা ব্যক্তি একটি ফৌজদারি মামলার অভিযোগকারী হিসাবে ওই ভার্চুয়াল শুনানিতে হাজির ছিলেন।
আদালতের ভার্চুয়াল কার্যক্রমের সময়ে মলত্যাগ যুবকের
A video showing a man attending Gujarat High Court virtual proceedings while seated on a toilet and apparently relieving himself has gone viral on the social media.
Read full story: https://t.co/FbendKMD2M #GujaratHighCourt #VirtualHearings #VideoConferencehearing… pic.twitter.com/spyxMiptiO
— Bar and Bench (@barandbench) June 27, 2025
যদিও অনলাইন আদালতের কার্যক্রমে অনুপযুক্ত আচরণের ঘটনা এই প্রথম নয়। গত এপিলে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে হাজিরা দেওয়ার সময় ধূমপান করায় একজন মামলাকারীকে ৫০,০০০ হাজার টাকা জরিমানা করেছে গুজরাট হাইকোর্ট। জানুয়ারিতেও এক ব্যক্তি শৌচালয়ে বসে ভার্চুয়াল শুনানিতে যোগ দিয়েছিলেন। যোগদানকারী ওই ব্যক্তির আচরণের চরম নিন্দা করেছে আদালত।