Amazon Prime Day 2025: অনলাইন কেনাকাটার দুনিয়ায় আসতে চলেছে সবচেয়ে বড় সেল, অ্যামাজন প্রাইম ডে। অ্যামাজন ইন্ডিয়া (Amazon) অবশেষে তার প্রাইম ডে সেলের ঘোষণা করে দিয়েছে। এটি বছরের সবচেয়ে বড় শপিং সেল। ইলেকট্রনিক্স গ্যাজেটের উপর থাকবে আকর্ষণীয় সমস্ত ছাড়। আকর্ষণীয় ব্যাঙ্ক ডিসকাউন্ট, দুর্দান্ত এক্সচেঞ্জ অফারও মিলবে এই সেলে।
কবে থেকে শুরু হচ্ছে অ্যামাজন প্রাইম ডে?
এই বছর ১২ জুলাই থেকে শুরু হচ্ছে অ্যামাজন প্রাইম ডে (Amazon Prime Day 2025)। যা চলছে ১৪ জুলাই পর্যন্ত। টানা ৭২ ঘন্টা পর্যন্ত এই সেল চলবে। নিজের পছন্দেরে স্মার্ট ফোন কিংবা ল্যাপটপ লুটে নিন। ১২ জুলাই রাত ১২টা থেকে এই সেল শুরু হবে। তিন দিনের অ্যামাজন সেল ১৪ জুলাই রাত ১১:৫৯ পর্যন্ত লাইভ থাকবে।
অ্যামাজন সেল অফার
প্রাইম সদস্যদের জন্য ৪০০ টিরও বেশি নতুন পণ্য লঞ্চ করতে চলেছে অ্যামাজন প্রাইম ডে উপলক্ষে। এছাড়াও মোবাইল-সহ অন্যান্য ইলেকট্রনিক্স গ্যাজেটে মিলবে ৪০-৮০ শতাংশ পর্যন্ত ছাড়। স্মার্ট টিভি, হোম অ্যাপ্লায়েন্সে রয়েছে ৬৫ শতাংশ পর্যন্ত ছাড়। আরও বিভিন্ন আকর্ষণীয় অফারের জন্যে চোখ রাখতে হবে প্রাইম ডে সেলে।
Samsung Galaxy S24 Ultra, OnePlus 13s, iQOO Neo 10 এবং Samsung Galaxy Buds 3 Pro-সহ একগুচ্ছ ফোনের দাম ব্যাপকভাবে হ্রাস পাবে সেল চলাকালীন। তবে মনে রাখতে হবে, Amazon Prime-এর সদস্যপদ রয়েছে যাদের একমাত্র তারাই প্রাইম ডে সেলের সুবিধা উপভোগ করতে পারবেন।