Rahul Gandhi (Photo Credit: Twitter)

আমেদাবাদ, ৭ জুলাই: মোদী পদবি (Modi Surname) মানহানি মামলায় ফের গুজরাটের আদালতে (Gujarat High Court) হতাশ হতে হল কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)-কে। গুজরাট হাইকোর্টও রাহুলকে খালি হাতে ফিরিয়ে দিল। মোদী পদবি মামলায় তার ওপর জারি হওয়া শাস্তি স্থগিতের দাবিতে গুজরাট হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাহুল। কিন্তু রাহুলের আবেদন খারিজ করল গুজরাট হাইকোর্ট। মোদী পদবি মামলা যথেষ্ট গুরুতর বলে রাহুলের জেলের সাজা তুলতে রাজি হল না হাইকোর্ট। প্রসঙ্গত, ২০১৯-র লোকসভা ভোটের প্রচারে কর্ণাটকের এক সভা থেকে মোদী পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করেন রাহুল গান্ধী। রাহুল সেই জনসভা বলেছিলেন, "সব চোরদের পদবি মোদী হয় কেন?”

গুজরাট হাইকোর্টে দাবি খারিজ হওয়ায় আপাতত রাহুলের সাংসদ পদ ফিরে পাওয়ার সম্ভাবনা থাকল না। চলতি বছরের ২৩ মার্চ মানহানির মামলায় রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে সুরাটের আদালত। তাঁকে দু'বছরের জেলের সাজা দেওয়া হয়। যদিও আদালত থেকে অন্তর্বর্তীকালি জামিন পান তিনি। এর পরই ওই রায়কে সুরাটের আদালতে চ্যালেঞ্জ করে আবেদন করলেও তা খারিজ হয়। এরপর রাহুল দ্বারস্থ হন গুজরাট হাইকোর্ট। সেখানেও তার আবেদন খারিজ হওয়ায় রাহুল খুব সম্ভবত এবার সুপ্রিম কোর্টে যাবেন।রও পড়ুন-অশান্ত মণিপুর, সাহায্যের প্রস্তাব আমেরিকার

দেখুন টুইট

প্রসঙ্গত, মানহানি মামলায় দু’বছরের জেলের সাজা হতেই রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হয়ে যায়। তাঁকে সরকারী বাঙলোও ছাড়তে হয়।