Gujarat Health Worker Arrested Suspected Pak Spy (Photo Credits: ANI)

কচ্ছ, ২৪ মেঃ  পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির (Pak Spy) অভিযোগে গ্রেফতার আরও এক ভারতীয়। একই অভিযোগে দিন কয়েক আগেই গ্রেফতার হন হরিয়ানার জনপ্রিয় ইউটিউবার জ্যোতি মালহোত্রা (Jyoti Malhotra)। জ্যোতির গ্রেফতারের পরেই পাক চর দমনে সক্রিয় হয় কেন্দ্র সরকার। শনিবার গুজরাট (Gujarat) সন্ত্রাসবিরোধী স্কোয়াড (ATS) কচ্ছ সীমান্ত এলাকা থেকে একজন সন্দেহভাজন গুপ্তচরকে গ্রেফতার করেছে। অভিযুক্তের নাম সহদেব সিং গোহিল (Sahdev Singh Gohil)। গুজরাটের বাসিন্দা তিনি। তাঁর বিরুদ্ধে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই-র (ISI) সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ উঠেছে। জানা যাচ্ছে, ভারত সম্পর্কে সংবেদনশীল তথ্য আইএসআই-কে সরবরাহ করেছেন তিনি। জিজ্ঞাসাবাদের জন্যে অভিযুক্তকে আহমেদাবাদে নিয়ে আসা হয়েছে।

পাক চর অভিযোগে গ্রেফতার গুজরাটের স্বাস্থ্যকর্মীঃ

গুজরাট এটিএসের (ATS) এসপি জানান, পাকিস্তানি এজেন্টের সঙ্গে ভারতের সংবেদনশীল তথ্য ভাগ করে নেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছেন পেশায় স্বাস্থ্যকর্মী সহদেব। জিজ্ঞাসাবাদের সময়ে অভিযুক্ত তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগে স্বীকারোক্তি দিয়েছেন। সহদেব বলেন, ২০২৩ সালের জুন-জুলাই মাসে হোয়াটসঅ্যাপে অদিতি ভরদ্বাজ নামে এক মহিলার সঙ্গে পরিচয় হয় তাঁর। পরে তিনি জানতে পারেন ওই মহিলা একজন পাকিস্তানি এজেন্ট। অদিতি তাঁকে বিএফএস (BSF) এবং ভারতীয় বিমান বাহিনীর (IAF) বিভিন্ন ঘাঁটির ছবি পাঠাতে বলেন। বিশেষ করে নবনির্মিত বা নির্মাণাধীন ঘাঁটিগুলো। অদিতির কথা মত সহদেব হোয়াটসঅ্যাপের মাধ্যমে মিডিয়া ফাইলগুলো শেয়ার করেছিলেন।

২০২৫ সালের গোড়ার দিকে নিজের আধার কার্ড দিয়ে একটি সিম তোলেন সহদেব। ওই নম্বর দিয়ে অদিতিকে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে দেন তিনি। এরপর থেকে ওই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টেই অদিতিকে ফাইল শেয়ার করতেন সহদেব। এই সবের মাঝেই একজন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির কাছ থেকে নগদ ৪০,০০০ টাকা গ্রহণ করেন তিনি। পাকিস্তানের হয়ে চরবৃত্তি করার জন্যে পারিশ্রমিক বাবদ ওই টাকা? তদন্ত করছে  গুজরাট সন্ত্রাসবিরোধী স্কোয়াড।