আমেদাবাদ: গুজরাট ইন্টারন্যাশনাল ফিনান্স টেক সিটি (Gujarat International Finance Tec-City) বা গিফ্ট সিটির (GIFT City) হোটেল, রেস্তোরাঁ এবং ক্লাবগুলিতে এবার খানার সঙ্গে পিনা (Wine and Dine) মানে সুরাপানের অনুমতি দিল গুজরাট সরকার (Gujarat Government)। আরও পড়ুন: Gurugram Fire: গুরুগ্রামের গদির গুদামে দাউদাউ করে জ্বলছে আগুন, দেখুন দমকল কর্মীদের অক্লান্ত চেষ্টার ভিডিয়ো
শুক্রবার তাদের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গিফ্ট সিটিতে কর্মরত সমস্ত কর্মচারী ও সংস্থাগুলির মালিকদের মদ রাখার জন্য পারমিট (Liquor Access Permit) দেওয়া হবে। এছাড়াও যদি কোনও সংস্থার বাইরে থেকে আসা লোক হোটেল (hotels) বা রেস্তোরাঁ (restaurants) বা ক্লাব (Club) থেকে মদ (liquor) কিনতে চাইলে ওই সংস্থার স্থায়ী কর্মীদের উপস্থিতি তাঁকে সাময়িক অনুমতিপত্র দেওয়া হবে। যে সমস্ত হোটেল, ক্লাব ও রেস্তোরাঁ গিফ্ট সিটিতে আছে বা আসছে তাদের খানাপিনার ব্যবস্থা একসঙ্গে করানোর অনুমতি দেওয়া হবে। তবে তারা গ্রাহককে মদের বোতল বিক্রি করতে পারবে না। আরও পড়ুন: Bhagavad Gita In Schools: রাজ্যে ক্লাস সিক্স থেকে এইট পর্যন্ত পড়ানো হবে ভগবত গীতা, ভিডিয়োতে শুনুন গুজরাটের শিক্ষামন্ত্রীর বক্তব্য
Gujarat Government allows consuming liquor in hotels/restaurants/clubs offering “Wine and Dine” in Gujarat International Finance Tec-City (GIFT). Liquor Access Permit will be given to all the employees/owners working in the entire GIFT City. Apart from this, a provision has been… pic.twitter.com/tPpDbw3r5s
— ANI (@ANI) December 22, 2023