Surat boy falls off eighth floor to death (Photo Credits: Twitter)

সুরাট, ২ অক্টোবর: গুজরাটের সুরাটের কাটারগামে (Gujrat Katargram)-এর এক বহুতলে মর্মান্তিক দুর্ঘটনা। কাটারগামে এক বহুতলের ৯ তলা থেকে পড়ে গেল দু বছরের শিশু (Toddler)। মাটিতে পড়ার পর রক্তাক্ত অবস্থায় থাকা শিশুটিকে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। শিশুটি খেলতে খেলতে নবম তলা থেকে পড়ে যায় বলে মনে করা হচ্ছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

বহুতলের বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো থাকায় ফুটেজ সংগ্রহ করে দেখছে পুলিশ। শিশুটি অন্তত ৭০ ফুট থেকে পড়ে যায়। দুপুর ২টো ১৫ নাগাদ যখন তার মা ঘরে শুয়ে ছিল, শিশুটি ঘরের দরজা খুলে আট তলায় চলে যায়। সেখানেই সে বাড়ির লোকের অজান্তেই খেলতে থাকে। আরও পড়ুন: ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ২৪,৩৫৪ জন, মৃত্যু ২৩৪ জনের

বহুতলের নবম তলায় গ্রিল টপকে বল কুড়োতে যায় শিশুটি । সেখান থেকেই ছেলেটি মাটিতে পড়ে যায়। সিসিটিভি ফুটেজে দেখা যায় শিশুটি পড়ে যাওয়ার সময় তার জামার অংশ গ্রিলে আটকে যায়। সে ওঠার চেষ্টা করে, কিন্তু ভারসাম্য হারিয়ে পড়ে যায়।