Bhupendra Patel. (Photo Credits: Twitter/ @neelpatelbjp)

আমেদাবাদ, ১৮ মে: গুজরাটের মোরবি জেলায় মর্মান্তিক দুর্ঘটনা। হালভাদ শিলাঞ্চলের এক নুন তৈরির কারখানায় দেওয়াল ভেঙে ১২জন শ্রমিকের মৃত্যু হল। এদিন দুপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেই নুনের কোম্পানির কারখানার দেওয়াল। তখন কারখান-র ভিতর জনা তিরেশেক শ্রমিক কাজ করছিলেন। দেওয়াল ভেঙে পড়ার পর ১২জন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়। কয়েকজন এখনও ধ্বংসস্তুপে আটকে আছেন বলে খবর।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় শোকপ্রকাশ করে মৃতদের পরিবারদের ২ লক্ষ টাকা করে, ও আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল নিহতদের পরিবারদের ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের হিসেবে দেওয়া হবে জানান। আরও পডুন: Bengaluru: বেঙ্গালুরুর নামি স্কুলের বাইরে ছাত্রীদের সংঘর্ষ, নাক ফেটে ঝরল রক্ত, ভাইরাল ভিডিয়ো

দেখুন টুইট

কাদের গাফলতিতে এত বড় দুর্ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। অভিযোগ, এই কারখানটির দেওয়াল ভেঙে পড়ার সম্ভাবনার কথা শ্রমিকরা আগেই মালিককে জানিয়েছিলেন। কিন্তু সেসবে কান দেননি।