প্রতীকী ছবি Photo Credits: ANI)

আমেদাবাদ, ১৯ জুন: মর্মান্তিক ঘটনা। ফ্ল্যাট (flat) থেকে উদ্ধার একই পরিবারের ৬ সদস্যর ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে গুজরাতের (Gujarat) আমেদাবাদে (Ahmedabad)। মৃতদের মধ্যে ৪ জনের বয়স ৭-১২ বছর। পুলিশ জানিয়েছে, মৃতরা হলেন অমরিশ প্যাটেল(৪২) ও তাঁর ভাই গৌরাঙ্গ প্যাটেল (৪০) ও তাঁদের ৪ সন্তান। ভাতভা জিডিটিসি থানার আধিকারিক ডি আর গোহিল জানান, ভাতভা জিআইডিসি (Vatva GIDC) এলাকায় পারিবারিক মালিকানাধীন খালি পড়ে থাকা ওই ফ্ল্যাট থেকে মৃতদেহগুলি উদ্ধার করা হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, অমরিশ ও গৌরাঙ্গ শহরে আলাদা আলাদা এলাকায় বাস করতেন। ১৭ জুন নিজেদের স্ত্রীদের বেড়াতে যাওয়ার কথা বলে তাঁরা বাড়ি ছাড়েন। সঙ্গে নিয়ে যান বাচ্চাদেরও। বৃহস্পতিবার রাত অবধি তাঁরা ফিরে না আসায় স্ত্রীরা ওই খালি ফ্ল্যাটে যান। যদিও ফ্ল্যাট ভেতর থেকে বন্ধ ছিল। এরপরই তাঁরা পুলিশে খবর দেন। আরও পড়ুন: Rajasthan Shocker: কুলার চালাতে গিয়ে ভেন্টিলেটরের প্লাগ খুলে দিল আত্মীয়রা, মৃত্যু করোনা আক্রান্তের

পুলিশের সন্দেহ, অমরিশ ও গৌরাঙ্গ বাচ্চাদের অজ্ঞান করে ঝুলিয়ে দেন। এরপর নিজেরা আত্মহত্যা করেন। পুলিশ ড্রইংরুম অমরিশ ও গৌরাঙ্গর দেহ পায়, রান্নাঘর থেকে পাওয়া যায় দুই মেয়ে কীর্তি এবং সানভির দেহ। এছাড়া বেডরুম থেকে পাওয়া যায় দুই ছেলে ময়ুর ও ধ্রুভের ঝুলন্ত দেহ। পুলিশ জানিয়েছে, মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত চলছে।