Shubhanshu Shukla: মহাকাশে মহানজির শুভাংশু শুক্লা-র। রাকেশ শর্মার রেকর্ড ভেঙে মহাকাশে সবচেয়ে বেশি সময় কাটানো ভারতীয় মহাকাশচারী হলেন শুভাশু শুক্লা। আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রে যাওয়া ইন্ডিয়ান এয়ার ফোর্সের গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু ৭ দিন, ২১ ঘণ্টা ও ৪০ মিনিটের বেশি সময় মহাকাশে কাটিয়ে এই নজির গড়লেন। গত ২৬ জুন দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে পাড়ে দেন শুভাংশ। ৪১ বছর পর কোনও ভারতীয় মহাকাশে যান। ১৯৮৪ সালে সোভিয়েত ইউনিয়নের ইন্টারকসমস কর্মসূচির অংশ হিসেবে সয়ুজ টি-১১ মহাকাশযানে মহাকাশে পাড়ি দিয়েছিলেন রাকেশ শর্মা। তিনি মহাকাশে ৭ দিন, ২১ ঘণ্টা এবং ৪০ মিনিট কাটান। সেই নজিরটা এদিন ভেঙে ফেললেন লখনৌয়ের বাসিন্দা এবং ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন। শুভাংশু আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ১৪ দিন থাকবেন এবং ৬০টি বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষার সঙ্গে যুক্ত থাকবেন।
মাটি থেকে মহাকাশ গবেষণা কেন্দ্রে পৌঁছতে শুভাংশদের লেগে ছিল প্রায় ২৮ ঘণ্টা
দীর্ঘ ৪০ বছর পর দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে পা রেখেছিলেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। অ্যাক্সিয়ম-৪, নাসা এবং অ্যাক্সিয়ম স্পেসের যৌথ উদ্যোগে পরিচালিত, স্পেসএক্স-এর ফ্যালকন-৯ রকেট এবং ড্রাগন মহাকাশযানে তিনি আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রে যান। গত ২৫ জুন ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ছেড়েছিল শুভাংশদের মহাকাশ যান। শুভাংশুর সঙ্গী হিসেবে সেই মহাকাশ যানে চড়ে ISS-এ গিয়েছেন মিশন কমান্ডার হিসেবে ছিলেন নাসার প্রাক্তন মহাকাশচারী পেগি হুইটসন, পোল্যান্ডের স্লাওস উজনানস্কি-উইশনিউস্কি এবং হাঙ্গেরির টিবর কাপু। দীর্ঘ ২৮ ঘণ্টার যাত্রা শেষে ISS-এ গত ২৬ জুন প্রবেশ করেছিলেন শুভাংশু।
শুভাংশুর নজির
Group Captain Shubhanshu Shukla has made history by becoming the longest-staying Indian astronaut in space, surpassing the 41-year-old record set by Rakesh Sharma.
As of July 3, 2025, Shukla has spent over 7 days, 21 hours, and 40 seconds in orbit, overtaking Sharma’s milestone… pic.twitter.com/rn6hhsj1Wi
— IndiaToday (@IndiaToday) July 3, 2025
মহাকাশে পৌঁছে কী বলেছিলেন
মহাকাশে পৌঁছে শুভাংশু বলেন, "নমস্কার, আমার প্রিয় দেশবাসী, ৪১ বছর পর আমরা আবার মহাকাশে পৌঁছেছি। এই মুহূর্তে আমরা প্রতি সেকেন্ডে ৭.৫ কিলোমিটার বেগে পৃথিবীকে প্রদক্ষিণ করছি। আমার কাঁধে রয়েছে আমার তিরঙ্গা, যা আমাকে বলছে আমি একা নই, আমি আপনাদের সকলের সঙ্গে আছি।"প্রধানমন্ত্র নরেন্দ্র মোদীর সঙ্গেও কথা বলেন তিনি।