তিরুবনন্তপুরম, ১১ ফেব্রুয়ারি: গত ১৯ ডিসেম্বর ২০১৯ দেশজুড়ে সংশোধিত নাগরিকত্ব আইন তৈরি হয়েছে। বলবৎ হয়েছে ১০ জানুয়ারি ২০২০। সেই আইনকে কেন্দ্র করে সারা দেশ উত্তাল। দেশের আমজনতা কিছুতেই সিএএ (CAA), মানতে রাজি নয় কেননা এইআইন দেশের সংবিধান বিরোধী। ধর্মনিরপেক্ষ ভারতকে বিভ্রান্ত করছে এই আইন। এমনটাই মনে করছেন সিএএ বিরোধী প্রতিবাদীরা। দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জেএনইউ, জাফরাবাদ, শাহিন বাগ, কলকাতার পার্ক সার্কাস। সব জায়গাতেই সিএএ বিরোধী আন্দোলন চলছে। এরমধ্যে বিয়ের মঞ্চকেও প্রতিবাদে মুখর করে তুললেন কেরালার বর হাজা হুসেন (Haja Hussain)।
তিনি উটে চড়ে বিয়ে করতে আসেন কেরালার রাজধানী তিরুবনন্তপুরম থেকে ২০ কিলোমিটার দূরের ভাজিমুক্কু এলাকায়। বরবেশী হুসেনের হাতে ছিল প্ল্যাকার্ড। যাতে বড় বড় করে লেখা রিজেক্ট সিএএ, বয়কট এনআরসি ও এনপিআর। তিনি বলেন, “সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে গোটা দেশে চলছে আন্দোলন। আমিও সেই আন্দোলনে শামিল হতে এই পথ বেছে নিয়েছি।” আরও পড়ুন-Jammu & Kashmir: জঙ্গি গোষ্ঠী হিজবুল মুজাহিদিনের সঙ্গে যোগাযোগ, কাশ্মীরের কংগ্রেস নেতা গুলাম মহম্মদ সারুরিকে তলব এনআইএ-র
মুসলিমদের বিয়েতে ছাদনাতলায় বরের তরফ থেকে কনের হাতে তুলে দেওয়া হয় নগদ অর্থ ও স্বর্ণালংকার। যাকে দেনমোহর বলা হয়। হাজা হুসেন কনেকে দেনমোহরের সঙ্গে দেশের সংবিধানও দিয়েছেন নবপরিণীতাকে। ব্যবসায়ী হাজা বুসেন মনে করেন, তাঁর স্ত্রীও দেশের সংবিধান পড়ে বিষয়টি জানুন। সিএএ অবশ্যই বাতিল হওয়া উচিত।