শ্রীনগর, ২৬ নভেম্বর: শ্রীনগরে (Srinagar) কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের (University Of Kashmir) বাইরে গ্রেনেড বিস্ফোরণ। ঘটনাস্থলে আহত ৪। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সূত্রে খবর, শ্রীনগরে কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের কাছে একটি গ্রেনেড বিস্ফোরণের পরেই এলাকায় তীব্র আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই কাশ্মীর পুলিশ ঘটনাস্থলে হাজির হয়।
Jammu and Kashmir: 2 people injured in a grenade blast near Kashmir University gate in Srinagar. More details awaited. pic.twitter.com/pta3tPqsXF
— ANI (@ANI) November 26, 2019
জঙ্গিদের (Terrorists) মারা গ্রেনেডে আহত হয় বহু। তারা সকলেই বিশ্ববিদ্যালয়ের স্যার সৈয়দ গেটের সামনে দাঁড়িয়ে ছিল বলে সূত্রের খবর।
(বিস্তারিত আসছে)