নতুন দিল্লি, ২৯ জানুয়ারি: পরিবহন বিষয়ক সংসদের স্থায়ী কমিটির (Parliamentary Standing Committee) চেয়ারম্যানের পদ হারাল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। এয়ার ইন্ডিয়ার ১০০% মালিকানা বেচে দেওয়ার কেন্দ্রীয় সিদ্ধান্তে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। আজকের সিদ্ধান্ত জানিয়ে টুইটারে ক্ষোভপ্রকাশ করেছেন তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও'ব্রায়েন (Derek O'Brien)। আজ দুপুরে তিনি টুইটে লেখেন, "সব প্রথা ভেঙে তৃণমূল কংগ্রেসের থেকে পরিবহণ সংক্রান্ত কমিটির চেয়ারম্যানের পদ কেড়ে নিল সরকার। এর মধ্যে রয়েছে অসামরিক বিমান পরিবহনও। তৃণমূল সংসদের তৃতীয় বৃহত্তম দল। ওই পদ নিজেদেরই উপহার দিল BJP। এয়ার ইন্ডিয়ার বিক্রি এবং আরও অনেক ইশু রয়েছে। নতুন চেয়ারম্যানের উচিত জরুরি বৈঠক ডাকা।"
এর আগে একই কমিটির চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন ডেরেক ও'ব্রায়েন। বর্তমান কমিটিতে ডেরেক ছাড়াও তৃণমূলের তরফে রয়েছেন সাংসদ মালা রায়। আরও পড়ুন: Prashant Kishor Expelled From JD(U): প্রশান্ত কিশোরকে বহিষ্কার করল জনতা দল ইউনাইটেড
Breaking all precedent, govt took away chairmanship of Transport(incl aviation) Committee from Trinamool,3rd largest party in #Parliament Self-gifted it to BJP. #AirIndiaSale & much happening in air-space now! New Commitee Chairman must take suo-motu cognizance & imdtly call mtng
— Citizen Derek | নাগরিক ডেরেক (@derekobrienmp) January 29, 2020
এই সময়ের খবর অনুযায়ী, এয়ার ইন্ডিয়ার (Air India) ১০০% মালিকানাই বেচে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তিও জারি করেছে তারা। এয়ার ইন্ডিয়া কেনার জন্য আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময়সীমা ১৭ মার্চ। এই ইশুতে কেন্দ্রীয় সরকারকে একহাত নিয়েছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলীয় সভা থেকে নরেন্দ্র মোদি সরকারকে আক্রমণ করে তিনি বলেন, "এয়ার ইন্ডিয়া থেকে সব কিছুর ১০০% বিক্রি করে দিচ্ছে এরা। রেলকেও বেচে দিচ্ছে। এভাবেই একের পর এক শিল্পকে খতম করা হচ্ছে।'