প্রতীকী ছবি(Photo Credit: Twitter)

নতুন দিল্লি, ২০ আগস্ট: ক্ষমতা দখলের পরেই কাবুলের সমস্ত বাড়ির দরজায় হানা দিয়ে ফিরছে তালিবানরা৷   একটাই লক্ষ্য, আফগানিস্তান (Afghanistan) সরকারের জাতীয় নিরাপত্তা বাহিনীর কর্মীদের চিহ্নিত করা৷ এদেরই খুঁজছে তালিবান৷ ইতিমধ্যেই হেরাট ও কান্দাহারের ভারতীয় দূতাবাসে (Indian consulates) লুটপাট চালাল তালিবান৷ গুরুত্বপূর্ণ নথি থেকে শুরু করে দূতাবাস চত্বরে রাখা গাড়িও ছিনতাই করেছে সশস্ত্র তালিবান বাহিনী৷ তালিবান আফগানিস্তানের বিভিন্ন প্রাদেশিক রাজধানী দখল শুরু করতেই হেরাট ও কান্দাহারে ভারতীয় দূতাবাস বন্ধ করে দেওয়া হয়৷ কর্মীদের সরিয়ে আনা হয়৷ হেরাট, কান্দাহার, কাবুল ছাড়াও আফগানিস্তানের মাজার-ই-শরিফে রয়েছে ভারতীয় দূতাবাস৷ আরও পড়ুন-Uttar Pradesh: মা শাকুম্ভরী বিশ্ববিদ্যালয়, যোগীর রাজ্যে সাহারানপুর রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের নতুন নামকরণ

গত রবিবার কাবুলের দখল নেয় তালিবান৷ তারপর থেকেই সে দেশ থেকে ভারতীয়দের সরিয়ে আনার চেষ্টা জোরদার হয়েছে৷ আফগানিস্তানে ভারতের রাষ্ট্রদূত রুদ্রেন্দ্র ট্যান্ডন জানিয়েছেন, ২০০ জনকে শেষ তিনদিনে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি সাধারণ ভারতীয় নাগরিকদেরও ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গলবার ১৮০ জনকে ভারতে ফেরানো হয়েছে৷ এরমধ্যে দূতাবাস কর্মী ছাড়াও রয়েছে প্রচুর সাধারণ জনগণ৷ তবে এখনও অনেক ভারতীয় আফগানিস্তানে আটকে রয়েছে৷ তারমধ্যে রয়েছেন বেশ কয়েকজন সাংবাদিকও৷