দিল্লি, ২৩ অক্টোবর: চাকরির মধ্যে যদি অগ্নিবীররা প্রাণ হারান, তাহলে তাঁদের পরিবার ১ কোটি ক্ষতিপূরণ পাবে। এবার এমনই সিদ্ধান্ত নেওয়া হল কেন্দ্রীয় সরকারের তরফে। সূত্রের তরফে মিলছে এই খবর। কর্মরত অবস্থায় যদি কোনও অগ্নিবীর যোদ্ধার মৃত্যু হয়, তাহলে তাঁর পরিবার ক্রমশ ৪৮ লক্ষ, ৪৪ লক্ষ করে পাবেন। সেইসঙ্গে সেবানিধি প্রকল্পের তরফ থেকেও মৃত অগ্নিবীরদের পরিবারকে আর্থিক সাহায্য করা হবে বলে খবর। সেবানিধি প্রকল্পের তরফে ৩০ শতাংশ করে আর্থিক ক্ষতিপূরণ নিহত অগ্নিবীরদের পরিবার পাবে বলে খবর। সরকারিভাবে এই ঘোষণা না হলেও, রবিবার সূত্রের তরফে এমনই একটি খবর প্রকাশ্যে আসে।
রবিবার সিয়াচেন হিমবাহে অগ্নিবীর যোদ্ধা অক্ষয় লক্ষণের মৃত্যুর পর এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যায়। প্রসঙ্গত, মহারাষ্ট্রের বাসিন্দা অক্ষয় লক্ষ্মণ হলেন প্রথম অগ্নিবীর, কর্তব্যরত অবস্থায় যাঁর মৃত্যু হয়। ভারতীয় সেনাবাহিনীর ফায়ার অ্যান্ড ফিউরি কর্পস শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়। তারপরই বিষয়টি নিয়ে শুরু হয়ে যায় জোরদার আলোচনা।
অগ্নিবীর প্রকল্পের অধীনে যাঁদের নিয়োগ হবে, অল্প সময়ের জন্য তাঁরা চাকরি করবেন বলে জানানো হয়। অগ্নিবীররা যে কাজ করবেন, তা অগ্নিপথ হিসেবে পরিচিতি পাবে বলে সরকারের তরফে জানানো হয়। তবে তা অস্থায়ীভাবে। প্রতি বছর এই প্রকল্পের অধীনে যাঁদের নিয়োগ করা হবে, তাঁদের মধ্যে থেকে ২৫ শতাংশকে স্থায়ী হিসেবে নিয়োগ করা হবে আরও ১৫ বছরের জন্য। অগ্নিবীর প্রকল্প শুরুর সময় এমন বিভিন্ন তথ্য প্রকাশ করা হয় বিষয়টি নিয়ে।