Representational image (photo Credit- ANI)

নতুন দিল্লি, ৭ এপ্রিল: দেশে প্রাকৃতিক গ্যাসের দাম নির্ধারণের ফর্মুলা ও নীতি সংস্কার করল কেন্দ্রীয় সরকার। এর ফলে সিএনজি, প্রাকৃতিক গ্যাস পাইপের মাধ্যমে যাওয়া রান্নার গ্য়াসের দাম ১০ শতাংশ কমতে চলেছে। আগামিকাল থেকেই কম দামে সিএনজি পাইপিং গ্যাস পেতে চলেছেন গ্রাহকরা। এমনটাই জানালেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর।

মাঠে তৈরি হওয়া প্রাকৃতিক গ্যাস বা APM গ্যাসের ব্যবহার বাড়াতে বেশ কিছু জায়গায় ভর্তুকি দেওয়া হচ্ছে। আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা, রাশিয়ার মত দেশগুলি থেকে আনা অপোরিশোধিত তেলের দামের সঙ্গে সাযুজ্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া হল। আরও পড়ুন-ভয় ধরিয়ে দেশে করোনায় দৈনিক সংক্রমণ ৬ হাজার ছাড়াল, সক্রিয় আক্রান্ত এক লাফে বেড়ে ২৮ হাজারে

দেখুন ভিডিয়ো

APM গ্যাসের দাম এখন আমদানিকৃত অপোরিশোধিত তেলের ১০ শতাংশের মধ্য়ে রাখা হচ্ছে। আন্তর্জাতিক বাজারদরের হিসেবে ব্রিটিশ থার্মাল ইউনিটে প্রতি দশ লক্ষে ৬.৫ ।