Photo Credits: Pixabay

দেশের করোনা ভাইরাস পরিস্থিতি ক্রমশ উদ্বেগের জায়গায় যাচ্ছে। দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা এক লাফে ৫ হাজার ৩০০ থেকে ৬ হাজার ছাড়িয়ে গেল। গরমের মাঝে একেবারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ হাজার ৩০০ জন করোনায় আক্রান্ত হয়েছে। বেড়েছে সংক্রমণের হার। দেশে এখন সক্রিয় করোনা আক্রান্তের সংখ্য়া ২৮ হাজার ৩০৩। সক্রিয় আক্রান্তের সংখ্যাই বুঝিয়ে দিচ্ছে ভারতে এখন করোনা ভাইরাস ঠিক কতটা উদ্বেগের জায়গায় আছে। গত দু সপ্তাহে দেশজুড়ে ধীরে ধীরে বাড়তে শুরু করেছে করোনার দাপট।

গতকাল, বৃহস্পতিবার দেওয়া হিসেব জানিয়েছিল, ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৩০০, আর সক্রিয় আক্রান্ত ২৫ হাজার ছাড়িয়েছে। একদিনের মধ্যেই সেটা বাড়ল অনেকটা। মহারাষ্ট্র, দিল্লিতে করোনা বাড়ছে হু হু করে। মহারাষ্ট্রে দৈনিক আক্রান্ত ৮০০ ছাড়িয়েছে, দিল্লিতে ৬০০ টপকে গিয়েছে। আরও পড়ুন-এসএসসি প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, জামিন পেলেন তেলাঙ্গানার বিজেপি সভাপতি বান্দি সঞ্জয়

দেখুন টুইট

এদিকে, উত্তরপ্রদেশে ফিরল করোনা ভাইরাসের (Corona Virus) কারণে মৃত্যু। চলতি বছর এই প্রথম করোনার কারণে মৃত্যু হল যোগী আদিত্যনাথের রাজ্যে। মৃত্য়ু ফেরার পাশাপাশি কোভিডে দৈনিক সংক্রমণও বাড়ছে যোগী রাজ্যে। গত ২৪ ঘণ্টায় উত্তর প্রদেশে ১৯২ জন করোনায় আক্রান্ত হয়েছে। UP-তে এখন কোভিডে এখন সক্রিয় আক্রান্তের সংখ্যা ৮৪২ জন।