Government to Drop Proposal for Using WhatsApp: হোয়াটসঅ্যাপে বেতন হবে না, সিদ্ধান্ত বদল কেন্দ্রের
হোয়াটসঅ্যাপ (Photo Credits: Pixabay)

নয়াদিল্লি, ১১ ফেব্রুয়ারি:  হোয়াটসঅ্যাপে বেতন হবে না, সিদ্ধান্ত বদল করল কেন্দ্র। বেতন সংক্রান্ত কোনও বিষয়ই সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত হচ্ছে না। পূর্ব নির্ধারিত প্রস্তাবকে বাতিল করে নয়া ঘোষণা করল শ্রমমন্ত্রক। যেহেতু সোশ্যাল মিডিয়ার সঙ্গে সরাসরি কোনও ব্যক্তির ব্যক্তিগত তথ্য জড়িয়ে থাকে। সেক্ষেত্রে ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে আসার সম্ভাবনা থেকে যায়। তাই কোনওভাবেই বিষয়টিকে নিয়ে পাত্তা দিতে চাইছে না কেন্দ্রীয় সরকার। আরও পড়ুন: Nabanna Avijan: বাম ছাত্র যুব সংগঠনের নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্র ডোরিনা ক্রসিং

 হোয়াটসঅ্যাপ বা অন্য কোনও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নাগরিকদের বেতন সংক্রান্ত তথ্য দেওয়া যায় কি না, সেটি নিয়ে চিন্তাভাবনা করছিল কেন্দ্র। এই বিষয়টি নিয়ে বেশ কিছুদূর এগিয়েছিল সরকারও। কিন্তু অবশেষে সামাজিক সুরক্ষার খাতিরে বাতিল করে দেওয়া হল এই প্রস্তাব, বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়ে দিলেন শ্রমসচিব অপূর্ব চন্দ্র। তিনি জানিয়েছেন, "আমরা এই চিন্তাভাবনা আপাতত বাতিল করছি। আমরা প্রতিটি কর্মীর ব্যক্তিগত তথ্য সুরক্ষা আমরা সুনিশ্চিত করছি। চূড়ান্ত খসড়া কিছুদিনের মধ্যেই তৈরি হয়ে যাবে।"