নতুন দিল্লি, ২৮ আগস্ট: আন্তঃরাজ্য বিমান পরিষেবায় ফের চালু অনবোর্ড মিল (Onboard Meals And In-flight Entertainment)। যাত্রীরা বিমানে ফের খাবার পাবেন, বৃহস্পতিবার এমনই অনুমতি দিল কেন্দ্র। তবে এয়ার ইন্ডিয়ার আন্তার্জাতিক ফ্লাইটেও যাত্রীদের কাবার দেওয়া পুনরায় চালু হবে। এই তালিকায় বেসরকারি বিমান সংস্থা এমনকী চার্টার্ড বিমানগুলিও পড়বে। মহামারী করোনাভাইরাসের প্রকোপের কারণে দীর্ঘ কয়েক মাস আন্তঃরাজ্য, এবং আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ থাকার পর ফের চালু হয়েছে। তবে বিশ্বজুড়ে মারণ থাবা বিস্তার করেই চলেছে করোনাভাইরাস। তাই সংক্রমণ এড়াতে বিমানে অনবোর্ড মিল এতদিন বন্ধ ছিল। তবে এখন বিমান সংস্থাগুলি যাত্রীদের জন্য আগের থেকে প্যাকেট করা স্ন্যাক্স, গরম মিষ্টান্ন সরবরাহ করতে পারে। আন্তার্জাতিক বিমানের যাত্রীরাও এবার থেকে গরম খাবার ও সামান্য কয়েক রকমের মিষ্টি অনবোর্ড মিলে পাবেন। আরও পড়ুন-COVID-19 Second Wave: জুনের পর ইংল্যান্ডে ১ দিনে সর্বাধিক সংক্রামিত ১ হাজার ৫২২ জন, তবে কি করোনাভাইরাসের সেকেন্ড ওয়েভ শুরু?
বিমানের মধ্যে যে এনটারটেনমেন্ট স্ক্রিনগুলি রয়েছে তা চালুর অনুমতি দেওয়া হয়েছে। তবে যাত্রীরা বিমানে বসার আগেই প্রতিটি স্ক্রিনকে ডিজইনফেকটেড করতে হবে। বিমান সংস্থার জন্য নতুন গাইডলাইন অনুসারে যাত্রীদের জন্য চা, কফি, অ্যালকোহলিক বেভারেজ সবই ডিসপোজেবল ক্যান বা পাত্রে দেওয়া হবে। তবে খাবার ঢেলে পরিবেশনের কোনও বন্দোবস্ত বিমানে থাকছে না। বিমানে ব্যবহৃত যাবতীয় কাটলারি সেট ও স্ক্রিনগুলিকে সঠিকভাবে ডিজইনফেকটেড করতে হবে। আর এই হাইজিনের সম্পূর্ণ দায়িত্বে থাকবেন বিমানের ক্রুরা। প্রত্যেকবার খাবার ও মিষ্টি পরিবেষণের সময় কেবিন ক্রুদের পরতে হবে নতুন গ্লাভস।