টাকা/ প্রতীকী ছবি (Photo Credits: PTI)

Will Government Announce Minimum Wage Hike by December-End? কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা (Central Government Employees ) যারা বেতন বৃদ্ধির অপেক্ষায় ছিলেন, তাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। কারণ নরেন্দ্র মোদি (Narendra Modi) পরিচালিত কেন্দ্র সরকার এখনও পর্যন্ত সপ্তম পে কমিশনে (Seventh Pay Commission) বেতন সংক্রান্ত কোনো বিবৃতি দেননি। কেন্দ্রীয় কর্মচারীরা বহুদিন ধরেই বেতন বাড়ার অপেক্ষায় ছিলেন। নভেম্বর মাসের ১০ তারিখের মধ্যে অর্থমন্ত্রক বেতনবৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত জানানোর কথা ছিল। কিন্তু তা হয়নি। এমনকি এবিষয়ে ক্যাবিনেটে কোনো আলোচনাই হয়নি।

কেন্দ্র সরকারি কর্মীরা প্রাথমিক বেতনবৃদ্ধির আশা করেছিলেন। যা এবার তো হল না। তবে তারা একেবারে আশাহত না হয়ে ভবিষ্যতের দিকে নজর রাখছেন। আগামী ডিসেম্বরের (December) শেষে কিংবা নতুন বছরের শুরুতে কেন্দ্র সরকার বেতনবৃদ্ধি (Salary Hike) করতে পারে বলে আশা করছেন তাঁরা। নতুন বছরের উপহার হিসেবে কেন্দ্রীয় অর্থমন্ত্রক বেতন বৃদ্ধি করলে বেশ খুশিই হবেন তাঁরা। আরও পড়ুন, লোকসভায় ৭ ঘণ্টা তর্কবিতর্কের পর মধ্যরাতে পাস নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯

সপ্তম পে কমিশনকে কেন্দ্রীয় সপ্তম পে কমিশনও বলা হয়। যা ২০১৪, ফেব্রুয়ারিতে গঠন করা হয়। যা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতনসংক্রান্ত সমস্ত বিষয়আশয় দেখাশুনা করে। গত সপ্তম পে কমিশনে এপ্রিল মাসে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বাড়িয়েছিল সরকার। এবার কী হয়, তা দেখার অপেক্ষা।