বেঙ্গালুরু, ১৩ মার্চ: সফটওয়্যার জায়ান্ট গুগলের এক ভারতীয় কর্মীর শরীরে মিলল পজিটিভ সিওভিআইডি-১৯ (Coronavirus)। গুগল ইন্ডিয়ার বেঙ্গালুরু অফিসের ওই কর্মীকে ইতিমধ্যেই কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। শুক্রবারই গুগলের তরফে থেকে কর্মীর করোনা আক্রান্তের খবর জানানো হয়। আক্রন্তের সংস্পর্শে আসা প্রত্যেককে আইসোলেশন থাকার নির্দশ দিয়েছে কর্তৃপক্ষ। আপাতত শুক্রবার অফিসের প্রত্যেক কর্মীকে বাড়ি থেকে কাজ করার পরিমর্শও দেওয়া হয়েছে। এক বিবৃতিতে জানানো হয়েছে, আমদের বেঙ্গালুরু অফিসের এক কর্মীর শরীরে করোনাভাইরাসের জীবাণু মিলেছে। উপসর্গ শুরু আগে মাত্র কয়েকঘণ্টা তিনি অফিসে ছিলেন। উপসর্গ ধরা পড়েই ওই কর্মীকে আইসোলেশনে রাখা হয়েছে। গোটা অফিসকে জীবাণুমুক্ত করতে আজকের জন্য কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশিকা প্রকাশ হয়েছে।
আরও এক বিবৃতিতে বলা হয়েছে, জনস্বাথ্য অধিকর্তার নির্দেশিকা মেনেই অফিসকে জীবাণুমুক্ত করেতে যাবতীয় সুরক্ষাবলয় ও ব্যবস্থা নেওয়া হয়েছে। ভারতে এখনও পর্যন্ত ৭৩ জনের শরীরে মিলেছে করোনাভাইরাসের জীবাণু। কেরালায় তিন করোনা আক্রান্ত ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। দেশে প্রথম করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে দুদিন আগে। মৃত ব্যক্তির বয়স ৭৬ বছর, তিনি কর্ণাটকের বাসিন্দা। শুধুমাত্র কর্ণাটক থেকেই পাঁচজনের শরীরে করোনাভাইরাসের প্রমাণ মিলেছে। আরও পড়ুন-Coronavirus Outbreak: করোনাভাইরাসের গেরো, আইরিশ প্রধানমন্ত্রীকে হোয়াইটহাউসের বৈঠকে নমস্কার জানালেন ডোনাল্ড ট্রাম্প
Google: We can confirm that an employee from our Bengaluru office has been diagnosed with COVID-19. He was in one of our Bengaluru offices for a few hours before developing any symptoms. The employee has been on quarantine since then. #CoronaVirus pic.twitter.com/lQxQWc8rg2
— ANI (@ANI) March 13, 2020