প্রতীকী ছবি (Photo Credits: Unsplash)

কাঁকিনাডা, ২৮ নভেম্বর: ঘূর্ণিঝড় নিভার (Cyclone Nivar) আছড়ে পড়ার পর এক অপরূপ সৌন্দর্য্য দেখা গেল অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) ছোট্ট একটি সমুদ্র সৈকত এলাকার গ্রাম উপ্পাদাতে (Uppada)। সৈকত জুড়ে ছড়িয়ে ছিটিয়ে ছোট ছোট সোনালি পুতি। কিছু সোনা যদি কুড়িয়ে পাওয়া যায় এই আশাতেই খবর পেয়ে ছুটে আসেন গ্রামবাসীরা।

খবর অনুযায়ী, বহু গ্রমবাসীরা পুঁতি এবং তার মধ্যে সোনার ভরাট মুক্তো খুঁজে পেয়েছে। তার দাম এক একটি ৩ হাজার ৫০০ টাকা। যারা পাননি তারা আরও খুঁজে পাওয়ার আশায় সৈকতে বালি ফিল্টার করে ফেলেছেন পর্যন্ত। স্থানীয়রা মনে করেন যে সোনার পুতিগুলি ঘূর্ণিঝড় নিভারের কারণে উড়ে এসেছে, যারফলে গোটা সৈকত সোনালি পুতিতে ঢেকে যায়।

আরও পড়ুন, আনুষ্ঠানিকভাবে তৃণমূল থেকে ইস্তফা দিলেন বিধায়ক মিহির গোস্বামী, আজই বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা

তবে সৈকতে কীকরে এত পরিমাণ সোনার পুতি এল তার পিছনে আসল কারণ এখনও খুঁজে পাওয়া যায়নি। জানা গেছে, আগে অঞ্চলটিতে ব্যাপকভাবে মাটি ক্ষয় হয়ে ধস নেমেছে। স্থানীয় পুলিশ টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছে, সম্প্রতি মাটি ক্ষয়ের প্রভাবে দুটি মন্দির ভেঙে পড়েছিল। গত দুই দশকে এই অঞ্চলে প্রায় দেড়শ একর জমি মাটির ক্ষয়ের কবলে পড়েছে।

তবে এ দৃশ্য এলাকাবাসীদের অভিভূত করেছে।