বেঙ্গালুরু, ২০ ডিসেম্বর: নাগরিকত্ব সংশোধনী আইনের ( Citizenship Amendment Act) প্রতিবাদে দেশজুড়ে চলছে আন্দোলন। সে সময়েই কর্নাটকের (Karnataka) বিজেপি মন্ত্রী সিটি রবি (C T Ravi) বিতর্কিত মন্তব্য করলেন। তিনি বলেছেন, সংখ্যাগুরুর যদি ধৈর্যহানি ঘটে তাহলে গোধরার (Godhra) মতো পরিস্থিতি তৈরি হবে। নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে প্রতিবাদ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে কর্নাটক সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী রবি বলেন, "এই সেই মানসিকতা যার জেরে গোধরায় রেল পোড়ানো হয়েছিল, করসেবকদের জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছিল… কারণ এখানে সংখ্যাগুরু সম্প্রদায় ধৈর্যশীল, আপনারা সর্বত্র আগুন জ্বালাবার চেষ্টা করছেন।"
মন্ত্রী বলেন, "আমার পরামর্শ, আপনারা একবার ফিরে তাকিয়ে দেখুন যদি আমাদের ধৈর্য হারায় তাহলে কী হতে পারে। আমাদের ধৈর্য আমাদের দুর্বলতা নয়। আমরাও দেখছি আপনারা কত সরকারি সম্পত্তি ধ্বংস করছেন আর রাজ্যে আগুন জ্বালাচ্ছেন।" আরও পড়ুন: Mamata Banerjee: গণভোট নয়, নিরপেক্ষ সংস্থার তত্ত্বাবধানে ওপিনিয়ন পোলের দাবি করেছি; গতকালের বক্তব্যের ধোঁয়াশা কাটালেন মমতা ব্যানার্জি
বৃহস্পতিবার, বেঙ্গলুরুর কংগ্রেস নেতা এবং প্রাক্তন মন্ত্রী ইউ টি খাদার বলেন যে মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা যদি রাজ্যে নাগরিকত্ব আইন বাস্তবায়নের চেষ্টা করলে কর্নাটকে আগুন জ্বলবে। তিনি বলেন, "সোশাল মিডিয়া থেকে আমি জানতে পেরেছি যে কর্নাটকে নাগরিকত্ব (সংশোধন) আইন প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। আমি এখন মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিচ্ছি, যদি এটি বাস্তবায়িত হয়, তবে আমি শপথ করছি কর্নাটকে আগুন জ্বলবে।" এদিকে, শুক্রবার মন্ত্রী সিটি রবির প্রতিক্রিয়া ভিডিওটি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মন্ত্রীর এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন অনেকে। কংগ্রেস বিধায়ক দীনেশ গুন্ডা মন্ত্রীর এই মন্তব্যকে 'সবচেয়ে ভয়ঙ্কর উত্তেজক হুমকি' বলে অ্যাখ্যা দেন।