Congress Flag. (Photo Credits: PTI)

পানাজি, ২০ ডিসেম্বর: গোয়ায় ফের সঙ্কটে কংগ্রেস। আরও একবার কংগ্রেসের ভাঙনে গোয়ায় হাসি ফুটতে চলেছে তৃণমূলের। বর্তমানে গোয়া কংগ্রেসের তিন বিধায়কের মধ্যে আরও একজন যোগ দিতে চলেছেন তৃণমূলে। গোয়ার কুরতোরিম কেন্দ্রের কংগ্রেস বিধায়ক অ্যালিক্সো রেগিনাল্ডো লরেন্সো (Aleixo Reginaldo Lourenco) দল ছাড়লেন। জোর জল্পনা তিনি এবার তৃণমূলে যোগ দেবেন। রেগিনাল্ডো লরেন্সের দলবদলের সবচেয়ে অবাক করা দিকটা হল, কংগ্রেস তাঁর নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। রেগিনাল্ডো লরেন্স তাঁর কেন্দ্র থেকে তিনবার অনায়াসে জিতেছেন। ক দিন আগে রাহুল গান্ধী তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কাছে টানার বার্তাও দিয়েছিলেন। কিন্তু সোমবার বিধানসভায় তাঁর পদত্যাপত্র জমা দিয়েতিনি এখন তৃণমূলে চললেন। ২০১৭ বিধানসভা নির্বাচনে ১৭টি আসনে কংগ্রেস এখন মাত্র দুজন বিধায়ক। তাদের মধ্যে একজন গোয়া বিধানসভার বিরোধী দলনেতা দিগম্বর কামাত ও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রতাপসিং রানে।

গোয়া কংগ্রেস এই দলবদলে হতাশ। লরেন্সোর দলছাড়া নিয়ে গোয়ার কংগ্রেস নেতাদের বক্তব্য হল, "এটা স্বার্থপর সিদ্ধান্ত। নিজের স্বার্থ চরিতার্থ করতেই লরেন্সো অন্য দলে যোগ দিচ্ছেন। কংগ্রেসকে দুর্বল করতেই গোয়ায় তৃণমূলকে ডেকে এনেছে বিজেপি। যাতে কংগ্রেস ভোটাররা বিভ্রান্ত হয়ে যান। কিন্তু স্বার্থপর নেতাদের দলে নিয়ে গোয়ায় জেতা যায় না।"সংবাদমাধ্যমে প্রকাশ আম আদমি পার্টি-র নেতাদের সঙ্গেও কথা বলেছিলেন লরেন্সো। আরও পড়ুন:  আধারের সঙ্গে ভোটার কার্ডের সংযুক্তিকরণ বিল পেশ লোকসভায়

২০১৭ গোয়া বিধানসভায় একক বৃহত্তম দল হিসেবে কংগ্রেস জিতেছিল ১৭টি আসন। কিন্তু সরকার গঠনের সময় কংগ্রেসের দশ বিধায়ক বিজেপিতে যোগদান করেন। এরপর রাজ্যে কংগ্রেসের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী লুঝিনহো ফালেরিও এবং রবি মালিক যথাক্রমে তৃণমূল ও বিজেপিতে যোগদান করেন।