Goa CM Pramod Sawant (Photo Credits: ANI)

পানাজি, ৪ নভেম্বর: বুধবার সাতসকালে গ্রেফতার অর্ণব গোস্বামী (Arnab Goswami)। আকস্মিক এই ঘটনায় গর্জে উঠেছেন স্মৃতি ইরানি (Smriti Irani), প্রকাশ জাভেড়কর-সহ কেন্দ্রীয় মন্ত্রীরা। এবার তীব্র ক্ষোভ প্রকাশ করে অর্ণব গোস্বামীকে গ্রেফতারের ঘটনাটিকে সংবাদমাধ্যমের স্বাধীনতার উপর হস্তক্ষেপের সমান বলে উল্লেখ করলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত (Goa CM Pramod Sawant)। পড়ুন: Arnab Goswami Detained: আত্মহত্যার প্ররোচনার অভিযোগ, সাতসকালে পুলিশের জালে অর্ণব গোস্বামী

গোয়ার মুখ্যমন্ত্রী টুইটে বলেন, "সংবাদমাধ্যমের স্বাধীনতার উপর আক্রমণ করা হচ্ছে। মহারাষ্ট্র সরকার তার ক্ষমতার অপব্যবহার করছে। ভারত অর্ণবের সঙ্গে রয়েছে"। #IndiaWithArnab দিয়ে টুইটটি পোস্ট করেন সাওয়ান্ত।

আত্মহননের প্ররোচনার অভিযোগে বুধবার সাতসকালে রিপাবলিক টিভির মালিক ও সম্পাদক অর্ণব গোস্বামীকে (Arnab Goswami) ওরলির বাড়ি থেকে গ্রেফতার করল মহারাষ্ট্র পুলিশের রায়গড় ইউনিট। এদিন সকালেই পুলিশের একটি দল অর্ণব গোস্বামীর বাড়িতে অভিযান চালায়। তারপরই তাঁকে আটক করে নিয়ে যাওয়া হয়। যদিও আটক অর্ণবের অভিযোগ, মুম্বই পুলিশ তাঁকে শারীরিকভাবে নিগ্রহ করেছে। ইতিমধ্যেই রিপাবলিক টিভি একটি ভিডিও শেয়ার করেছে।