পটনা, ২ এপ্রিল: বিহারের বেশ কিছু জায়গায় রাম নবমীকে ঘিরে সাম্প্রদায়িক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। বেশ কিছু জায়গায় হয় অশান্তিও। এমন সময় বিহার সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এনডিএ ছেড়ে মহাগঠবন্ধনের সঙ্গে সরকার গড়া নীতীশ কুমারের রাজ্যে গিয়ে অমিত শাহ এক জনসভায় বললেন," ২০২৪ লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একক সংখ্যাগরিষ্ঠতা এনে দিন ও ২০২৫ বিহার বিধানসভা নির্বাচনে বিজেপিকে জেতান তাহলেই দাঙ্গাবাজদের ফাঁসিতে উল্টো করে ঝোলানো হবে।"
প্রসঙ্গত, রাম নবমীর অনুষ্ঠানকে ঘিরে বিহারের নালন্দা, সাসারাম, বিহার শারিফের মত জায়গায় দাঙ্গা হয়। আরও পড়ুন-জেডিইউ এর জন্য বিজেপির দরজা চিরতরে বন্ধ, প্রকাশ্য সভায় জানালেন অমিত শাহ (দেখুন ভিডিও)
দেখুন ভিডিয়ো
#WATCH | "Give full majority to PM Modi in 2024 elections and elect a BJP govt in 2025 state elections, rioters will be hung upside down...": Union HM Amit Shah in Bihar rally pic.twitter.com/pvwhMtZjxc
— ANI (@ANI) April 2, 2023
বিহারে নীতীশ কুমার এনডিএ ছাড়ার পর ২০২৪ লোকসভায় বিজেপি দু একটি ছোট দলগুলিকে বাদ দিলে রাজ্যে একাই লড়বে। ৪০ টি লোকসভা আসন থাকা বিহার থেকে যত সম্ভব বেশী আসন জেতার লক্ষ্যে বিজেপি।