শিশুর আঁকা সেই ছবি (ছবিঃ X)

নয়াদিল্লিঃ গত বছর শ্বশুরবাড়িতে উদ্ধার হয় গৃহবধূর দেহ। আত্মহত্যা(Suicide) বলে দাবি করে শ্বশুরবাড়ির লোকজন। মাঝে কেটে গিয়েছে এক বছর। এবার মায়ের মৃত্যুর কিনারা করল চার বছরের মেয়ে। ছবি এঁকে বুঝিয়ে দিল আত্মহত্যা নয়, তাঁর মাকে খুন করা হয়েছে। তার আঁকা ছবিতে স্পষ্ট খুনের ঘটনা। খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছিল তার মাকে তাই ফুটে উঠেছে সেই ছবিতে। আর এই গোটা ঘটনায় জড়িত মহিলার স্বামী এবং শ্বশুরবাড়ির লোক। সংবাদ মাধ্যমের সামনে শিশু বলে, "বাবা মাকে খুন করেছে। বাবা বলত 'মরতে চাইলে মরে যাও।' বাবাই মাকে খুন করে পাথর দিয়ে মাথাটা থেঁতলে দিয়েছিল পরে বস্তায় ঢিকিয়ে দেয় শরীরটা। পরে দেহটা ঝুলিয়ে দেওয়া হয়। "শুধু তাই নয় শিশু এও জানায়, মাঝেমাঝেই তার মাকে মারার হুমকি দিত তার বাবা। দু'জনের মধ্যে অশান্তি লেগেই থাকত। সংবাদমাধ্যমকে সে বলে, "বাবা মার উপর অত্যাচার করত। আমি বাবাকে বলেছিলাম মা ক্ষতি করলে আমি তোমার হাত ভেঙে দেবো। বাবা মাকে মারধর করত।" শিশুকন্যার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, নিহত মহিলার নাম সোনালী বুধোলিয়া। ঝাঁসির সন্দীপ বুধোলিয়ার সঙ্গে ২০১৯ সালে বিয়ে হয় তাঁর। শুরু থেকেই বরের সঙ্গে মিনের মিল হল তা সোনালীর এমনটাই দাবি তাঁর পরিবাররে। সোনালীর বাবা সঞ্জীব ত্রিপাঠি বলেন, "পণ নিয়ে ঝামেলা করত শ্বশুরবাড়ির লোকজন। ২০ লক্ষ টাকা পণ দেওয়ার পরও নতুন নতুন দাবি করত। পরে গাড়িও কিনে দিয়েছিলাম কিন্তু যতদিন যায় চাহিদা বাড়তে থাকে। মেয়ের উপর খুব অত্যাচার করত ওরা।" শুধু তাই নয় তিনি আরও বলেন, "ওরা পুত্র সন্তান চাইত। মেয়ে হওয়ায় ওর উপর অত্যাচার আরও বেড়ে যায়। এমনকী যেদিন ডেলিভারি হয় সে হাসপাতালে মেয়েকে একা ফেলে চলে যায় জামাই।"

 'মাকে খুন করেছে বাবা' ছবি এঁকে বিস্ফোরক মন্তব্য মেয়ের