Coronavirus Death Toll Touches 51: ভোর সাড়ে চারটেয় প্রয়াত পাঞ্জাবের স্বর্ণমন্দিরের প্রাক্তন প্রধান, করোনায় মৃতের সংখ্যা এখন ৫১
(Photo Credits: IANS)

পাঞ্জাব, ২ এপ্রিল: করোনার গ্রাস থেকে রক্ষা পেল না অমৃতসরের স্বর্ণমন্দিরও।  বৃহস্পতিবার ভোর ৪ বেজে ৩০ মিনিটে চলে গেলেন স্বর্ণমন্দিরের প্রাক্তন হাজুরি রাগি জ্ঞানি নির্মল সিং (Giani Nirmal Singh)। বুধবার তাঁর লালারসের নমুনা করোনার জীবাণু মেলে। পাঞ্জাব বিপর্যয় মোকাবিলা দপ্তরের বিশেষ মুখ্য সচিব কেবিএস সিধু এই খবর জানিয়েছেন। এর সঙ্গে সঙ্গেই দেশে মৃত্যুর সংখ্যা ৫১ হয়ে গেল। বুধবার মুম্বইয়ের ধারাভি এলাকর প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়। বছর ৫৬-র ওই ব্যক্তি যে মারণ ভাইরাসে আক্রান্ত তা কাল সকালের দিকেই জানা গিয়েছিল। তাঁকে সিওন হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এবং তাঁর পরিবারের প্রত্যেককে পাঠানো হয় কোয়ারেন্টাইনে। আজ বাকিদের লালারস পরীক্ষা হবে। আরও পড়ুন-Coronavirus Lockdown: লকডাউনের নিয়ম না মেনেই কয়েক'শো মানুষের জমায়েত আজমীর দরগায়, বাড়াচ্ছে আতঙ্ক

বুধবারই দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৮৩৪ ছুঁয়ে ফেলেছে। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪৩৭ জন। দেশের মধ্যে সবথেকে খারাপ অবস্থায় মহারাষ্ট্র। বুধবার সেখানে নতুন করে ৩৩ জনের আক্রান্ত হওয়ার খবর মিলেছে। এর ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো ৩৩৫-এ এই তথ্য দিয়েছে মহারাষ্ট্রের স্বাস্থ্য দপ্তর।  এই ৩৩ জনের মধ্যে রয়েছে ৬ দিনের একরত্তি, ২৬ বছরের মা ও পুলিশকর্মী।