হাসপাতালে গুলাম নবি আজাদ (ছবিঃANI)

নয়াদিল্লিঃ কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে কূটনৈতিক সফরে গিয়ে অসুস্থ গুলাম নবি আজাদ(Ghulam Nabi Azad)। আচমকাই অসুস্থ হয়ে পড়েন জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ আজাদ পার্টির (ডিপিএপি) চেয়ারম্যান। ভর্তি কুয়েতের (Kuwait) একটি হাসপাতালে। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল বলে খবর। তবে কিছুটা সময় চিকিৎসকদের তত্ত্বাবোধনে তাঁকে থাকতে হবে। আরও পড়ুনঃ জঙ্গিদের কড়া বার্তা দিয়ে পহেলগামেই মন্ত্রিসভার বৈঠক ওমর আবদুল্লার, ভূ স্বর্গে পর্যটকদের ফেরাতে মরিয়া মুখ্যমন্ত্রী

প্রাক্তন মুখ্যমন্ত্রীর অসুস্থতার খবর নিশ্চিত করেছেন বিজেপি সাংসদ বৈজয়ন্ত পান্ডা। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "আমাদের সফরের মাঝে, প্রতিনিধিদলের অন্যতম সদস্য শ্রী গুলাম নবি আজাদকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তাঁর অবস্থা এখন স্থিতিশীল। কুয়েতের একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। এখনও বেশকিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার মধ্য দিয়ে যাবেন। বাহরিন এবং কুয়েতের সভায় তাঁর অবদান অত্যন্ত প্রভাবশালী ছিল। তাঁর এই অসুস্থতায় আমরা হতাশ। সৌদি আরব এবং আলজেরিয়ায় তাঁর উপস্থিতি আমরা গভীরভাবে মিস করব।"

কুয়েতে গিয়ে অসুস্থ কেন্দ্রী প্রতিনিধি দলের সদস্য গুলাম নবি আজাদ

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে নৃশংস জঙ্গিহানার পাল্টা জবাব দিয়েছে ভারত। পাকিস্তানের মাটিতে ঢুকে একের পর এক জঙ্গি ঘাঁটি ধূলিসাৎ করে দিয়েছে 'অপারেশন সিঁদুর।' এরপরই নির্বিচারে ভারতীয় সীমান্তে গোলাবর্ষণ শুরু করে পাক সেনা। মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে দুই দেশের পরিস্থিতি। এই আবহে বিশ্বমঞ্চের সামনে পাকিস্তানের মুখোশ টেনে খুলে দিলে গোটা বিশ্বের নানান দেশে যাচ্ছে কেন্দ্রীয় প্রতিনধি দল। তার মধ্যেই বিজেপি সাংসদ বৈজয়ন্ত পান্ডার নেতৃত্বে একটি দল কুয়েত-সহ নানা দেশে যাচ্ছে। এই দলেরই সদস্য ছিলেন গুলাম নবি আজাদ।

বিশ্বমঞ্চে পাকিস্তানের পর্দাফাঁস করতে গিয়ে আচমকা অসুস্থ গুলাম নবি আজাদ, কুয়েতের হাসপাতালে চিকিৎসাধীন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী