
যে পহেলগামে পর্যটকদের ওপর হত্য়ালীলা চালিয়ে ছিল জঙ্গিরা, সেই পহেলগামে বসেই রাজ্যে মন্ত্রিসভার বৈঠক সারলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah)। পহেলগামে বসে ক্যাবিনেট বৈঠক করে বার্তা দিলেন ভূ-স্বর্গের মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা জানালেন, " আমরা জম্মু-কাশ্মীরে বিশেষত কাশ্মীর উপত্যকায় পর্যটকদের ফেরানোর সব উদ্যোগ ও পদক্ষেপ নেবো। আমাদের এখানে যেসব পর্যটক আসছে, তাদের সবাইকে ধন্যবাদ। আমি জানি গত ৫-৬ সপ্তাহ ধরে আমাদের দেশের পক্ষে সময় সহজ যায়নি, কিন্তু জম্মু এবং কাশ্মীর সবচেয়ে বেশী কষ্ট সহ্য করেছে। আমরা কঠিন সময় থেকে বের হতে চাই। আর সেটার জন্য জম্মু-কাশ্মীর সরকার গোটা রাজ্য়ের মানুষের সঙ্গে থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চায়। আমি বিশ্বাস করি ঘুরে দাঁড়ানোর এই লড়াইয়ে আমরা কেন্দ্রীয় সরকারের সমর্থন পাবো।"
পর্যটকদের ফেরানো আমার দায়িত্ব: ওমর আবদুল্লা
জম্মু-কাশ্মীরে পর্যটনের গুরুত্বের কথা বলতে গিয়ে ওমর আবদুল্লা বললেন, " ট্য়ুরিজাম বা পর্যটন আমাদের কাছে আর্থিক কার্যকলাপ। এখানকার বহু মানুষের রোজগারের উপায় হল পর্যটন। দুর্ভাগ্যজনকভাবে কাশ্মীরের পর্যটনের সঙ্গে রাজনীতিতে জড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমার সরকার এবার জম্মু-কাশ্মীরে পর্যটকদের ফিরিয়ে আনার জন্য সব চেষ্টা করবে।"
পহেলগামে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা
In Pahalgam to chair a cabinet meeting. We came to express solidarity with the local population. We’ve also come to thank all the tourists who are slowly making their way back to Kashmir & to Pahalgam. pic.twitter.com/VhKVyWV4Kd
— Omar Abdullah (@OmarAbdullah) May 27, 2025
মন্ত্রিসভার বৈঠকে ওমর আবদুল্লা
CM Omar Abdullah chaired a Cabinet meeting at Pahalgam today. He stated: "It was not just a routine administrative exercise, but a clear message — we are not intimidated by cowardly acts of terror. The enemies of peace will never dictate our resolve. Jammu & Kashmir stands firm,… pic.twitter.com/lGgJc6CzNB
— Information & PR, J&K (@diprjk) May 27, 2025
গত ২২ এপ্রিল পহেলগামে জঙ্গি হামলার ঘটনা দেখে আঁতকে উঠেছিল দেশ
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামের বৈসরণে ২৬ জনকে নির্বিচারে গুলি করে মেরে পালায় জঙ্গিরা। গোটা দেশ পহেলগামে জঙ্গি হামলার ঘটনায় কেঁপে ওঠে। সেই আতঙ্কের পর বহু পর্যটক জম্মু-কাশ্মীর ছেড়েছিলেন। অপরাশেন সিঁদুরের পর পাকিস্তানের হামলায় জম্মু-কাশ্মীরের পুঞ্চে রক্তের দাগ লাগে।