দিল্লি, ১৪ নভেম্বর: দাউ দাউ করে জ্বলছে স্কুল বাস (School Bus)। মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকা পড়ুয়া ভর্তি একটি স্কুল বাসে আগুন Ghaziabad School Bus Fire) লাগতেই চিৎকার, চেঁচামেচি শুরু হয়ে যায়। আগুনের লেলিহান শিখা যখন গোটা স্কুল বাসটিকে গিলে ফেলা শুরু করেছে, সেই সময় সেখানে কোনও পড়ুয়া বা বাস কর্মী রয়েছেন কি না, তা নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা নাগাদ ওই স্কুল বাসটিতে আগুন ধরে যায়। গোটা বাস কয়েক লহমায় দাউ দাউ করে জ্বলতে শুরু করে। তবে বাসের মধ্যে যে ১৫-১৬ জন পড়ুয়া ছিল, তাদের প্রত্যেককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। কোনও অঘটনের আগেই বাসের ভিতর থেকে পড়ুয়াদের বাইরে বের নিয়ে যাওয়া হয় বলে খবর। পড়ুয়াদের পাশাপাশি বাসের কর্মীদেরও সেখান থেকে নিরাপদে বের করে আনা হয় বলে খবর। তবে জ্বলন্ত স্কুল বাসের ছবি দেখে মানুষ আতঙ্কগ্রস্থ হয়ে পড়েন।
দেখুন সেই ভয়াবহ জ্বলন্ত বাসের ভিডিয়ো...
#WATCH | Ghaziabad, Uttar Pradesh | A fire broke out in a school bus at Vaishali. Fire tenders doused off the fire. No casualty reported.
(Source: Fire Department) pic.twitter.com/3K2d0ocijm
— ANI (@ANI) November 14, 2024
ঘটনার পরপরই দমকলের তরফে কী জানানো হল দেখুন...
#WATCH | Ghaziabad, Uttar Pradesh | Chief Fire Officer Rahul Kumar says, "At around 7:30 am, we received information in Fire Station Vaishali that a school bus behind Shri Residency under Kaushambi Police Station is on fire. Immediately, our 2 vehicles left for the spot. There… https://t.co/N9d1ivTHDu pic.twitter.com/xdBf7ypP96
— ANI (@ANI) November 14, 2024
জানা যাচ্ছে, বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় স্কুল বাসে আগুন লাগলে দমকল কর্মীরা সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যান। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের কৌশাম্বি পুলিশ থানা এলাকায় আজ ওই ভয়াবহ ঘটনা ঘটে। শিগগিরই জল দিয়ে বাসের আগুন নেভানোর চেষ্টা শুরু করেন দমকল কর্মীরা। সেই সঙ্গে কেউ যাতে ওই ঘটনায় আহত বা নিহত না হন, তার জন্য সঙ্গে সঙ্গে বাসের ভিতর থেকে প্রত্যেককে বের করে আনেন দমকল কর্মীরা।