Ghaziabad: শহরের ব্যস্ত রাস্তায় গাড়ি থামিয়ে ইনস্টাগ্রাম ভিডিও,  ১৭০০০ টাকা জরিমানা ইনস্টাগ্রামার বৈশালী চৌধুরী-র
Instagram Influencer fined Photo Credit: Instagram vaishali_chaudhary_khutail

ভাইরাল হওয়ার চক্করে নেটিজেনদের ক্ষোভের মুখে এক ইনস্টাগ্রামার । উত্তর ভারতের একটি ব্যস্ত হাইওয়েতে মাঝপথে গাড়ি থামিয়ে দিয়ে তিনি তাঁর সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও বানাচ্ছিলেন। সেই ভিডিও ভাইরাল হতেই  নেটিজেনদের সমালোচনার পাশাপাশি তাঁকে দিতে হয়েছে  জরিমানাও। উত্তরপ্রদেশ পুলিশ বলেছে যে এটি সাহিদাবাদ এলাকায় ঘটেছে। ভিডিওটি থেকে ইনস্টাগ্রামার বৈশালী চৌধুরী খুতাইলকে চিহ্নিত করা হয়েছে, যার  যিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ৬৫০ হাজারেরও বেশি ফলোয়ার আছে। তবে সাম্প্রতিক বানানো ভিডিও তাঁকে  সমস্যায় ফেলেছে এবং ট্রাফিক পুলিশ তাকে ১৭০০০ টাকা জরিমানা করেছে বলে জানা গেছে।ঘটনাটি সম্পর্কে একটি স্পষ্ট বার্তা দিতে আজ  (২৩ জানুয়ারি) সোমবার সন্ধ্যায় ইনস্টাগ্রামে লাইভে যেতে পারেন বৈশালী চৌধুরী । তিনি ইনস্টাগ্রামে লিখেছেন "অনেকে আমাকে এই বিষয়ে মেসেজ করছেন, আমি আজ সন্ধ্যায় লাইভ চলাকালীন সবকিছু পরিষ্কার করব।