Journalist Vikram Joshi Dies: প্রয়াত গাজিয়াবাদের গুলিবিদ্ধ সাংবাদিক বিক্রম যোশী
প্রয়াত সাংবাদিক বিক্রম যোশী (Photo Credits: ANI)

গাজিয়াবাদ, ২২ জুলাই: গাজিয়াবাদে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ সাংবাদিক বিক্রম যোশীর (Vikram Joshi) মৃত্যু হল আজ। সোমবার রাতে দুই মেয়েকে নিয়ে বাইকে বাড়ি ফেরার পথে বিজয়নগর এলাকায় দুষ্কৃতীদের একের পর এক গুলিতে গুরুতর জখম হন বিক্রম যোশী। ওই দিন গভীররাতে আশঙ্কাজনক অবস্থায় গাজিয়াবাদের যশোদা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই দুদিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করে বুধবার ভোরবেলা হার মেনে নিলেন বিক্রম যোশী। তবে তাঁর উপরে হওয়া হামলার ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরও পড়ুন-Rajasthan High Court Verdict Rajasthan: শচিন পাইলট শিবিরের ভাগ্য নির্ধারণ শুক্রবার, জানিয়ে দিল রাজস্থান হাইকোর্ট

ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে বাইকে থাকা সাংবাদিক বিক্রম যোশীকে ঘিরে একদল দুষ্কৃতী। সবাই তাঁকে মারধর করছে। গাড়ি থেকে নামানোর চেষ্টা করছে। গুলিবিদ্ধ সাংবাদিকের হাত আলগা হতেই বাইক পড়ে যায়। প্রাণ বাঁচাতে দুই মেয়েই সেখান থেকে পালাতে শুরু করে। গুলিবিদ্ধ বিক্রমকে এবার টানতে টানতে দুষ্কৃতীরা দূরে রাখা গাড়ির কাছে নিয়ে যায়। তারপর গাড়িতে চড়ে উধাও হওয়ার আগে, মরণাপন্ন বিক্রমকে বেধড়ক মারধর করে।